এক্সপ্লোর
Bipasha Basu: সংসারে ‘দেবী’র আগমন, মেয়েকে বাড়ি নিয়ে এলেন বিপাশা-কর্ণ
Karan Singh Grover: সম্পর্ক টিকবে না বলে ধরেই নিয়েছিলেন অনেকে। কিন্তু শত্তুরের মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করছেন বিপাশা এবং কর্ণ।
বিপাশা-কর্ণের সংসারে নতুন সদস্য।
1/10

দীর্ঘমেয়াদি সম্পর্কে ভেঙে যাওয়ার পর কোনওক্রমে নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন একজন। অন্য জন একের পর এক সম্পর্কে জড়ানোর জন্য় বয়ে বেড়াচ্ছিলেন ক্যাসানোভা তকমা।
2/10

তাই আপাতদৃষ্টিতে বিপরীত মেরুর বাসিন্দা দুই তারকা সম্পর্কে জড়িয়েছেন শুনে নাক সিঁটকেছিলেন অনেকেই। শুধু একাধিক সম্পর্কে জড়ানোওই নয়, কর্ণ সিংহ গ্রোভারের গায়ে সেঁটে ছিল ‘দোজবর’ তকমাও।
Published at : 15 Nov 2022 03:26 PM (IST)
আরও দেখুন






















