এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Parambrata-Piya: সবার আড়ালে নতুন জীবন শুরু, ৬ মাস পরে প্রকাশ্যে এল পরমব্রত-পিয়ার বিয়ের অ্যালবাম
Entertainment News: নিজেদের প্রেম, বিয়ে, সম্পর্ককে সযত্নে আড়ালেই রেখেছিলেন পরমব্রত ও পিয়া। এমনকি গোপন রাখতে চেয়েছিলেন তাঁদের বিয়ের খবরও।
পরম-পিয়া
1/10

পায়ে পায়ে বিয়ের ৬ মাস। এতদিন পরে, প্রকাশ্যে এল পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) আর পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty)-র বিয়ের সমস্ত ছবি। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি শেয়ার করে নিয়েছেন পরম-পিয়া।
2/10

তবে অন্যদের থেকে এক্কেবারে আলাদা পরমব্রত আর পিয়ার 'ওয়েডিং অ্যালবাম'। সেখানে জাঁকজমক নেই, প্রচুর অতিথি সমাগমও নেই। রয়েছে ঘরোয়া অনুষ্ঠান আর আন্তরিকতা।
3/10

নিজেদের প্রেম, বিয়ে, সম্পর্ককে সযত্নে আড়ালেই রেখেছিলেন পরমব্রত ও পিয়া। এমনকি গোপন রাখতে চেয়েছিলেন তাঁদের বিয়ের খবরও। বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পরে সংবাদমাধ্যমের সামনে আসেন পরমব্রত। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানান বিয়ের কথা।
4/10

তবে সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর জানাতেই চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছিলেন পরমব্রত ও পিয়া। এর কারণ পিয়ার প্রাক্তন বৈবাহিক সম্পর্ক।
5/10

পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। অনুপমের সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পরেই পরমব্রতর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে পিয়ার জীবনের নতুন অধ্যায়ের খবর পেতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দের ঝড় উঠেছিল।
6/10

কেবল পিয়া নন, কটাক্ষের মুখে পড়েছিলেন পরমব্রতও। অনুপমের সঙ্গে পিয়ার সম্পর্কের বিচ্ছেদের জন্য পরমব্রতকেই দায়ী করেছিলেন সবাই। তবে সোশ্যাল মিডিয়ায় কখনও নিজেদের ভাবনা-জীবনদর্শনকে খোলসা করার প্রয়োজন মনে করেননি পরমব্রত বা পিয়া কেউই। তাঁরা জীবনকে বেঁচেছেন নিজের শর্তেই।
7/10

অন্যদিকে, জীবনের নতুন ইনিংস শুরু করেছেন অনুপমও। সঙ্গীতশিল্পী প্রস্মিতা পালের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অনুপম। সেই অধ্যায়ের জন্য তাঁকে শুভেচ্ছাও জানিয়েছিলেন প্রাক্তন স্ত্রী পিয়া ও বন্ধু পরমব্রত।
8/10

সোশ্যাল মিডিয়ায় আজ পিয়া ফেরালেন, ৬ মাস আগে বিয়ের সেই মধুর স্মৃতি। লাল-সাদা হ্যান্ডলুম শাড়িতে এদিন সেজেছিলেন পিয়া।
9/10

নববধূ মানেই ভারি সাজ, সেই ধারণা নস্যাৎ করে দিয়েছিলেন পিয়া। তবে সাদামাটা সাজের সঙ্গে তাঁর ভারি সোনায় গয়না হবে নজর কেড়েছিল। খুবই হালকা রূপটানে সেজেছিলেন পিয়া।
10/10

অন্যদিকে পরমব্রত বিয়ের দিন পরেছিলেন ইঁটরঙা পাঞ্জাবি ও সবুজ জওহর কোট। আইনি বিয়ে সেরেছিলেন তারা, পরে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের নিয়ে একটি পার্টিরও আয়োজন করেন।
Published at : 28 May 2024 12:19 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























