আপাতত নতুন ছবি 'ম্যাজিক' এর প্রচারে ব্যস্ত নায়িকা। তার ফাঁকেই সময় বের করে নিলেন অনুরাগীদের জন্য।
4/8
এবিপি আনন্দকে পায়েল জানিয়েছিলেন, আজকের দিনটা কেবল কাছের মানুষদের সঙ্গেই কাটাতে চান তিনি। সকালে বাবা-মায়ের সঙ্গে লাঞ্চেও গিয়েছিলেন অভিনেত্রী।
5/8
হাতে আঁকা একটি প্রতিকৃতি তাঁকে উপহার হিসাবে দেন অনুরাগীরা।
6/8
জন্মদিনে নতুন কিছু রেজোলিউশান নিলেন? পায়েল বললেন, ‘আমার কাছের মানুষদের খুশি রাখা, আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এমন বিশাল কিছু বলতে চাই না যেটা আমি করতেই পারব না,’
7/8
হাতে রয়েছে বেশ কিছু ওয়েব সিরিজ ও ছবির কাজ। জন্মদিনে পায়েলের ইচ্ছা, 'কোভিড পেরিয়ে ভালো থাকুক সবাই'