এক্সপ্লোর
পরনে কালো হুডি, ছেলে ভিয়ানকে নিয়ে ক্যামেরার সামনে মুখ ঢাকলেন রাজ কুন্দ্রা
ছেলে ভিয়ানের সঙ্গে রাজ কুন্দ্রা
1/10

শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা, পর্ন ফিল্ম কাণ্ডে নাম জড়িয়ে বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি।
2/10

মুম্বইতে জনসাধারণের উপস্থিতিতে এই ব্যবসায়ী তাঁর মুখ ঢেকেছিলেন। কোনও একটি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিলেন তাঁরা।
3/10

এর আগে প্রফুল পটেলের ছেলের জন্মদিন উপলক্ষে উপস্থিত হতে জয়পুর বিমানবন্দরে দেখা গিয়েছিল শিল্পা শেট্টিকে।
4/10

সেই অনুষ্ঠানে সলমন খান, অনিল কপূর সহ আরও অনেকেই অংশ নিয়েছেন।
5/10

পর্ণ কাণ্ডে জড়িয়ে চলতি বছরের জুলাই মাসে গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। প্রায় ২ মাস জেলে ছিলেন তিনি।
6/10

এদিন রাজকে দেখা গেল একটি কালো হুডি পরে থাকতে। মুখে ছিল মাস্ক। কালো মাস্ক পরেছিলেন রাজ-শিল্পার ছেলেও।
7/10

আপাতত চার সপ্তাহ তাঁকে গ্রেপ্তার করা যাবে না। বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত নির্দেশিকাও পাঠাল মহারাষ্ট্র সরকারকে।
8/10

অন্তর্বর্তী জামিন চেয়ে বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন রাজ কুন্দ্রা। জানিয়েছিলেন, এই পর্ন কাণ্ডে তাঁকে ফাঁসানো হয়েছে।
9/10

শুধু রাজ কুন্দ্রা নয়, ওই মামলায় আরও পাঁচ জন অভিযুক্ত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন পুনম পাণ্ডে, শার্লিন চোপড়ার মতো মডেলও।
10/10

পর্ন-কাণ্ডে জামিন পাওয়ার পরে নিজেকে প্রায় ঘরবন্দি করে ফেলেছিলেন শিল্পার স্বামী। নিষ্ক্রিয় করে দিয়েছেন তাঁর টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম।
Published at : 19 Dec 2021 07:11 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























