এক্সপ্লোর
Anant-Radhika Reception: পরনে লেহঙ্গা ও শেরওয়ানি, অনন্ত-রাধিকার রিসেপশনে হাতে হাত ধরে পৌঁছলেন যশ ও নুসরত
Yash-Nusrat: আজ অনন্ত-রাধিকার রিসেপশন পার্টি। ইতিমধ্যেই আমন্ত্রিতরা পৌঁছতে শুরু করেছেন। পৌঁছেছেন বাংলার যশ-নুসরত।
অনন্ত-রাধিকার রিসেপশনে 'যশরত'
1/10

আজ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের রিসেপশন পার্টি। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত।
2/10

এদিন সকালেই মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দেন তাঁরা। সন্ধ্যায় হাতে হাত ধরে পা রাখলেন পার্টিতে।
3/10

ঘিয়ে রঙের লেহঙ্গাজুড়ে সোনালী কাজ, গলায় বড় হার, মানানসই মেকআপের সঙ্গে খোলা চুল। জমকালো সাজে বাঙালি অভিনেত্রী নুসরত জাহান।
4/10

সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্ত। গাঢ় নীলের ওপর কালো শেরওয়ানিতে বড় ব্রোচ। পাপারাৎজিদের সামনে দাঁড়িয়ে হাতে হাত রেখে দিলেন পোজ।
5/10

আজ রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। এদিনও সমাজের নানা স্তরের তাবড় তারকাকে দেখতে পাওয়া গেছে অনুষ্ঠানে।
6/10

কলকাতার যশ-নুসরত থেকে ইনফ্লুয়েন্সার কোমল পাণ্ডে পর্যন্ত উপস্থিত আজকের পার্টিতে। আর এদিন মিডিয়াকেও আমন্ত্রণ জানালেন মুকেশ-পত্নী নীতা আম্বানি।
7/10

আগামীকাল ১৫ জুলাই, মিডিয়া ও পাপারাৎজিরা, আম্বানি পরিবারের অতিথি। কী বললেন নীতা আম্বানি?
8/10

গোলাপী রঙের শাড়িতে উজ্জ্বল বরের মা। নীতা আম্বানি এদিন ক্যামেরার সামনে এসে সকলকে অভিবাদন জানিয়ে করজোড়ে বলেন, 'জয় শ্রী কৃষ্ণ। নমস্কার। আপনারা সকলে এতদিন ধরে আমার অনন্ত ও রাধিকার বিয়ের জন্য এসেছেন, সেই কারণে আপনাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।'
9/10

'এটা বিয়েবাড়ি। আপনারা আমাদের উদযাপনের অংশ। ধৈর্য্য ধরার জন্য ও পাশে থাকার জন্য ধন্যবাদ। কোনও ভুল হয়ে গিয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আপনাদের কোনও অসুবিধা হয়নি আশা করছি।'
10/10

তিনি আরও বলেন, 'আগামীকালের জন্য আপনারা সকলেই আমন্ত্রণ পেয়ে গিয়েছেন নিশ্চয়ই। তাই আপনারা কাল আমাদের অতিথি হয়ে আসবেন। আমরা আপনাদের সেবা করব। আপনাদের সকলের সঙ্গে সপরিবারে আগামীকাল সাক্ষাতের ও স্বাগত জানানোর অপেক্ষায় রইলাম। আবারও ধন্যবাদ।'
Published at : 14 Jul 2024 10:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























