এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Celebrity Couple: ব্যালকনি থেকে ফেলে দেওয়ার হুমকি, বিবাহবহির্ভূত সম্পর্কও! রাজীবের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ চারুর
Rajeev Sen-Charu Asopa: ভালবাসার সম্পর্ক। জাঁকজমক করে বিয়ে। ছন্দপতন মাত্র কয়েক দিনেই।
![Rajeev Sen-Charu Asopa: ভালবাসার সম্পর্ক। জাঁকজমক করে বিয়ে। ছন্দপতন মাত্র কয়েক দিনেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/d5cfcf01589a3eb590b38a3ea7a34ebf1667967032855338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইল চিত্র।
1/10
![রূপকথার গল্পের মতোই শুরু। কিন্তু যত সময় এগিয়েছে, ততই বেড়েছে তিক্ততা। সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং তাঁর স্ত্রী চারু অসোপার দাম্পত্যই এখন ভাঙনের মুখে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/ae566253288191ce5d879e51dae1d8c30e7d2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রূপকথার গল্পের মতোই শুরু। কিন্তু যত সময় এগিয়েছে, ততই বেড়েছে তিক্ততা। সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং তাঁর স্ত্রী চারু অসোপার দাম্পত্যই এখন ভাঙনের মুখে।
2/10
![সম্পর্ক শেষ হওয়া মানেই ক্ষোভ উগরে দেওয়া নয়, বহু তারকাই এই নীতি নিয়ে চলেন। কিন্তু রাজীব এবং চারু পরস্পরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/30e62fddc14c05988b44e7c02788e18762ae2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্পর্ক শেষ হওয়া মানেই ক্ষোভ উগরে দেওয়া নয়, বহু তারকাই এই নীতি নিয়ে চলেন। কিন্তু রাজীব এবং চারু পরস্পরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন।
3/10
![চারুর দাবি, টেলিভিশন অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত তিনি। কিন্তু রাজীব চান না, তিনি অভিনয় করুন। এমনকি পরিচালক-অভিনেতাদের ফোন করে রাজীব সকলকে তাঁর সঙ্গে কাজ করতে নিষেধ করেন বলেও দাবি চারুর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/156005c5baf40ff51a327f1c34f2975b0977d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চারুর দাবি, টেলিভিশন অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত তিনি। কিন্তু রাজীব চান না, তিনি অভিনয় করুন। এমনকি পরিচালক-অভিনেতাদের ফোন করে রাজীব সকলকে তাঁর সঙ্গে কাজ করতে নিষেধ করেন বলেও দাবি চারুর।
4/10
![রাজীব তাঁকে ঠকিয়েছেন বলেও দাবি চারুর। তাঁর দাবি, অন্তঃসত্ত্বা অবস্থায় কিছুদিন বাপের বাড়িতে ছিলেন তিনি। মুম্বই ফিরলেও, তাঁর দিকে নজর দেননি রাজীব। বরং দিনভর বাড়িতেই থাকতেন না। জিজ্ঞেস করলে বলতেন, কফি খেতে গিয়ে দেরি হয়েছে, যানজটে আটকে ছিলেন অথবা গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন। সন্দেহ হওয়ায় রাজীবের ব্যাগ হাতড়ান। তাতে এমন কিছু দেখতে পান, যা দেখে বোঝেন, রাজীবের অন্য কোনও মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/032b2cc936860b03048302d991c3498f48bd3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজীব তাঁকে ঠকিয়েছেন বলেও দাবি চারুর। তাঁর দাবি, অন্তঃসত্ত্বা অবস্থায় কিছুদিন বাপের বাড়িতে ছিলেন তিনি। মুম্বই ফিরলেও, তাঁর দিকে নজর দেননি রাজীব। বরং দিনভর বাড়িতেই থাকতেন না। জিজ্ঞেস করলে বলতেন, কফি খেতে গিয়ে দেরি হয়েছে, যানজটে আটকে ছিলেন অথবা গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন। সন্দেহ হওয়ায় রাজীবের ব্যাগ হাতড়ান। তাতে এমন কিছু দেখতে পান, যা দেখে বোঝেন, রাজীবের অন্য কোনও মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে।
5/10
![মেয়ে জিয়ানার প্রতিও রাজীব উদাসীন বলে দাবি চারুর। তাঁর দাবি, ১১ মাসে একবারও মেয়ের টিকার সময় ছিলেন না রাজীব। জিয়ানা ডেঙ্গি আক্রান্ত হওয়া মাত্রই রাজীবকে খবর দেন তিনি। কিন্তু দু’দিন পর হাসপাতালে পৌঁছন রাজীব। ঘণ্টা দুয়েক থেকে আবার চলেও যান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/f3ccdd27d2000e3f9255a7e3e2c488009a975.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মেয়ে জিয়ানার প্রতিও রাজীব উদাসীন বলে দাবি চারুর। তাঁর দাবি, ১১ মাসে একবারও মেয়ের টিকার সময় ছিলেন না রাজীব। জিয়ানা ডেঙ্গি আক্রান্ত হওয়া মাত্রই রাজীবকে খবর দেন তিনি। কিন্তু দু’দিন পর হাসপাতালে পৌঁছন রাজীব। ঘণ্টা দুয়েক থেকে আবার চলেও যান।
6/10
![গর্ভাবস্থায় একবারও রাজীব তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেননি বলেও অভিযোগ চারুর। তাঁর দাবি, তাঁকে নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন ছিলেন না রাজীব। বরং জিমে গিয়ে টাইগার শ্রফ, রণবীর সিংহদের সঙ্গে আলাপে ব্যস্ত ছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/8cda81fc7ad906927144235dda5fdf15c66c6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গর্ভাবস্থায় একবারও রাজীব তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেননি বলেও অভিযোগ চারুর। তাঁর দাবি, তাঁকে নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন ছিলেন না রাজীব। বরং জিমে গিয়ে টাইগার শ্রফ, রণবীর সিংহদের সঙ্গে আলাপে ব্যস্ত ছিলেন।
7/10
![সংবাদমাধ্যমে মুখ খোলায় রাজীব তাঁকে হুমকি দেন বলেও অভিযোগ চারুর। তাঁর দাবি, বাড়ির ব্যালকনি থেকে তাঁকে ছুড়ে নিচে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন রাজীব।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/799bad5a3b514f096e69bbc4a7896cd93b813.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সংবাদমাধ্যমে মুখ খোলায় রাজীব তাঁকে হুমকি দেন বলেও অভিযোগ চারুর। তাঁর দাবি, বাড়ির ব্যালকনি থেকে তাঁকে ছুড়ে নিচে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন রাজীব।
8/10
![গাড়ির চালক এবং টেলি অভিনেতা কর্ণ মেহরার সঙ্গে চারুর সম্পর্ক রয়েছে বলেও নাকি রাজীব দাবি করেন! চারু জানিয়েছেন, সারা ক্ষণ তাঁকে সন্দেহ করেন রাজীব।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/fe5df232cafa4c4e0f1a0294418e5660eb4c1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গাড়ির চালক এবং টেলি অভিনেতা কর্ণ মেহরার সঙ্গে চারুর সম্পর্ক রয়েছে বলেও নাকি রাজীব দাবি করেন! চারু জানিয়েছেন, সারা ক্ষণ তাঁকে সন্দেহ করেন রাজীব।
9/10
![তবে রাজীবও থেমে নেই। তাঁর দাবি, আগেও একবার বিয়ে হয়েছিল চারুর। কিন্তু সে কথা লুকিয়ে গিয়েছিলেন বেমালুম। বিয়ের পর চারুর প্রথম বিবাহের কথা জানতে পারেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/18e2999891374a475d0687ca9f989d83d8745.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে রাজীবও থেমে নেই। তাঁর দাবি, আগেও একবার বিয়ে হয়েছিল চারুর। কিন্তু সে কথা লুকিয়ে গিয়েছিলেন বেমালুম। বিয়ের পর চারুর প্রথম বিবাহের কথা জানতে পারেন তিনি।
10/10
![শাশুড়ি নীলম অসোপার ভয়েস রেকর্ডিংও প্রকাশ করেন রাজীব। তিনি জানান, কর্ণের সঙ্গে চারুর সম্পর্কের কথা জানতে পারেন শাশুড়ির কাছ থেকেই। মেয়ে জিয়ানাকে চারু একা রেখে দেন বলেও দাবি করেন রাজীব।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/d0096ec6c83575373e3a21d129ff8fefdba66.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শাশুড়ি নীলম অসোপার ভয়েস রেকর্ডিংও প্রকাশ করেন রাজীব। তিনি জানান, কর্ণের সঙ্গে চারুর সম্পর্কের কথা জানতে পারেন শাশুড়ির কাছ থেকেই। মেয়ে জিয়ানাকে চারু একা রেখে দেন বলেও দাবি করেন রাজীব।
Published at : 09 Nov 2022 09:45 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)