এক্সপ্লোর
Rakhi Bandhan Utsav 2021: বলিউডের এই তারকাদের ভাইবোনেরা প্রচারের আলো থেকে থাকেন দূরেই
bollywood celebs and their siblings
1/11

মা-বাবার পর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ভাইবোনের। ছোট থেকে পাশাপাশি বেড়ে ওঠা। ছোটবেলা থেকে ঝগড়া-মারামারি থেকে ভালোবাসা, খুনসুটিতে মাখামাখি এই সম্পর্কে মাধুর্য। এই সম্পর্কের গুরুত্ব প্রত্যেক মানুষের জীবনেই অপরিসীম। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। বলিউডের এমন কয়েকজন তারকা রয়েছেন, যাঁদের ভাই বোনেরা প্রচারের আলো থেকে দূরেই থাকেন।
2/11

রণবীর সিংহর দিদি রিতিকা ভবনানী। তিনি ভাইয়ের থেকে মাত্র দুই বছরের বড়। তিনি বরাবরই লাইম লাইট থেকে দূরেই থাকেন। রণবীরের কাছে তাঁর দিদি মায়ের সমান।
Published at : 22 Aug 2021 02:06 PM (IST)
আরও দেখুন






















