এক্সপ্লোর
'Sedin Kuyasha Chilo': রণজয়ের সুরে অর্ণবের 'সেদিন কুয়াশা ছিল'র টাইটেল ট্র্যাক রেকর্ড করলেন নচিকেতা
অর্ণব মিদ্যা পরিচালিত এই ছবির তিনটি গল্প। ছবির টাইটেল ট্র্যাক রেকর্ডিং শেষ হল। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন রণজয় ভট্টাচার্য। গান রেকর্ড করলেন নচিকেতা। রইল ছবি।
রেকর্ডিং সারলেন নচিকেতা
1/10

মুক্তির অপেক্ষায় 'সেদিন কুয়াশা ছিল'। অর্ণব মিদ্যা পরিচালিত এই ছবির ডাবিং ও গান রেকর্ডিংয়ের কাজ জোর কদমে চলছে। সম্প্রতি ছবির গান রেকর্ড করলেন নচিকেতা চক্রবর্তী।
2/10

'সেদিন কুয়াশা ছিল' ছবির টাইটেল ট্র্যাক লিখেছেন এবং তৈরি করেছেন সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য। নচিকেতার সঙ্গে কাজ করে আপ্লুত তিনি।
Published at : 12 Aug 2022 05:20 PM (IST)
আরও দেখুন






















