এক্সপ্লোর
'Animal' Success Party: 'অ্যানিম্যাল' ছবির সাকসেস পার্টিতে চাঁদের হাট
'Animal': এই ছবি মুক্তির পর অজস্র বিতর্কের সৃষ্টি হয়। সমালোচিতও হয় প্রবল। তা সত্ত্বেও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে 'অ্যানিম্যাল'।

অ্যানিম্য়াল
1/10

বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল'।
2/10

শনিবার রাতে মুম্বইয়ে অনুষ্ঠিত হয় 'সাকসেস পার্টি'। হাজির ছিল ছবির গোটা টিম।
3/10

স্ত্রী আলিয়া ভট্টের হাত ধরে পার্টিতে প্রবেশ করেন তারকা অভিনেতা রণবীর কপূর।
4/10

নীল ড্রেসে নজর কাড়েন অভিনেত্রী আলিয়া ভট্ট। পোজ দিলেন স্বামী রণবীর কপূর, বাবা মহেশ ভট্ট ও শাশুড়ি নীতু কপূরের সঙ্গে।
5/10

পার্টিতে কালো পোশাকেই আসেন রণবীর, রশ্মিকা মান্দানা, অনিল কপূর, তৃপ্তি দিমরি।
6/10

সাদা স্লিভলেস শার্টে মধ্যমণি হয়ে ওঠেন ববি দেওল। কালো বডিকন ড্রেসে দেখা যায় ভাইরাল অভিনেত্রী তৃপ্তিকে।
7/10

মেরুন পোশাকে পাপারাৎজিদের সামনে পোজ দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
8/10

বাবা সুরেশ ওবেরয়ের সঙ্গে এদিনের পার্টিতে আসেন বিবেক ওবেরয়।
9/10

পার্টিতে ছিলেন সস্ত্রীক হিমেশ রেশমিয়া। এসেছিলেন ফারহা খান, আয়ুষ্মান খুরানা, তামান্না ভাটিয়া প্রমুখ তারকা।
10/10

২০২৩ সালের মুক্তি প্রাপ্ত বলিউড ব্লকবাস্টারগুলির অন্যতম 'অ্যানিম্যাল'। রণবীর কপূরের কেরিয়ারের সবচেয়ে সফল ছবি এটি।
Published at : 08 Jan 2024 01:14 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
