এক্সপ্লোর
Ranbir Kapoor : চল্লিশে পা রণবীরের, ফিরে দেখা সেরা কাজ ও প্রত্যাখ্যাত সিনেমাগুলি
কপূর খানদানের চেনা রোমান্টিক মোড়ক কাটিয়ে ব্যক্তিগত পরিচয় তৈরি। একাধিক ভিন্ন ধারার সিনেমায় কাজ করে যেমন কেড়েছেন নজর, তেমনই একাধিক হিট সিনেমায় অফার পেলেও করেছেন প্রত্যাখান। ঝলকে রণবীরের সিনেমা সফর।
Ranbir Kapoor, Entertainment
1/10

রকেট সিংহ, সেলসম্যান অফ দ্য ইয়ার - গ্ল্যামারের মোড়ক ছেড়ে পাশের বাড়ির ছেলের মোড়ক। পাঞ্জাবী সেলসম্যানের চরিত্রে রণবীরের অভিনয় বুঝিয়ে দিয়েছিল তিনি লম্বা রেসের ঘোড়া।
2/10

ওয়েক আপ সিড- লক্ষ্যচ্যুত বড়লোক পরিবারের ছেলের নিজের জীবনের মানে ও আবেগকে আঁকড়ে লড়াই চালানোর কাহিনীতে রণবীর নজর কেড়েছিলেন।
Published at : 28 Sep 2022 03:08 PM (IST)
আরও দেখুন






















