এক্সপ্লোর
Rani Mukherjee Birthday: অভিনেত্রী না হলে কী হতেন রানি মুখোপাধ্যায়? জানুন আরও অনেক অজানা তথ্য
রানি মুখোপাধ্যায়
1/10

আজ জন্মদিন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের। বলিউডে তাঁর দীর্ঘ কেরিয়ার । অভিনয় করেছেন বহু সুপারহিট ছবিতে। আবার বেশ কিছু ছবি একার কাঁধেই দায়িত্ব নিয়ে অভিনয় করে গিয়েছেন। কমেডি থেকে সিরিয়াস কিংবা নারীকেন্দ্রিক চরিত্রে তুখোড় অভিনয় করে দর্শকের প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন রানি মুখোপাধ্যায়। আজ তাঁর জন্মদিনে দেখে নিন যাঁর তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য। চিনে নেওয়া যাক তাঁকে অন্যভাবে।
2/10

ছবির জগতের পরিবার থেকেই অভিনয়ে এসেছেন রানি মুখোপাধ্যায়। তাঁর পরিবারের বহু সদস্য। অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে। তাঁর তুতোবোন কাজল এবং আর এক তুতোভাই অজয় মুখোপাধ্যায় বলিউডের নামকরা শিল্পী। কাজল অভিনয়ে আসলেও, অয়ন মুখোপাধ্যায় পরিচালনাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন।
Published at : 21 Mar 2022 09:26 PM (IST)
আরও দেখুন






















