এক্সপ্লোর
Rani Rashmoni: মনখারাপ লুকিয়ে কেক কাটল টিম 'রানি রাসমণি', শেষ সম্প্রচার আগামীকাল
রানি রাসমনি
1/10

ধারাবাহিকে শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল ৬ মাস আগে। তবু তিনি জানতেন, ধারাবাহিকের শ্যুটিং সেট আছে, মানুষগুলো আছে। মনখারাপ হলেই চলে আসতে পারতেন রানি রাসমণি পরিবারের সঙ্গে দেখা করতে। কিন্তু শেষদিনের শ্যুটিংয়ে এসেও মন ভারি হয়ে গেল তাঁর।
2/10

শেষবারের মত পরলেন সেই সাদা শাড়ি, গায়ে নিলেন শাল। ধারাবাহিক 'করুণাময়ী রানি রাসমণি'-র (Korunamoyee Rani Rashmoni) শ্যুটিংয়ের শেষ দিনে মনখারাপ দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy)।
Published at : 12 Feb 2022 04:11 PM (IST)
আরও দেখুন






















