এক্সপ্লোর
Cirkus Premier: মুক্তির আগে বিশেষ প্রদর্শনী ‘সার্কাসে’র, দীপিকাকে ছাড়াই এলেন রণবীর
Bollywood News: ছবিতে অতিথি শিল্পী হেসেবে দেখা গেলেও, প্রিমিয়ারে রণবীরের পাশে দেখা গেল না দীপিকাকে।
প্রিমিয়ারে রণবীর সিংহ।
1/11

খরা কাটিয়ে সবে একটু একটু করে ছন্দে ফিরছে ইন্ডাস্ট্রি। সেই আবহে ‘সার্কাসে’র দিকে তাকিয়ে গোটা বলিউড।
2/11

মুখ্য ভূমিকায় রণবীর সিংহ। গত কয়েক বছরে ইন্ডাস্ট্রির ভরসা হয়ে উঠেছেন তিনি। তাই আশায় বুক বাঁধছেন পরিচালক-প্রযোজক।
3/11

বড়দিনে মুক্তি পাচ্ছে ‘সার্কাস’। তাই ব্যবসায় ঘাটতি হবে না বলে মনে করছেন সকলে। তবে প্রচারে কোনও খামতি নেই।
4/11

জনি লিভার, সঞ্জয় মিশ্রের মতো অভিনেতারা রয়েছেন। রণবীরের জনপ্রিয়তায় ভর করে ভরপুর মনোরঞ্জন নিয়ে আসছেন বলে দাবি পরিচালক রোহিত শেট্টির।
5/11

মুক্তির একদিন আগে মুম্বইয়ে অনুরাগী এবং সাংবাদিকদের জন্য বিশেষ প্রদর্শন রাখা হয়েছিল ছবির। একে একে সকলেই হাজির হয়েছিলেন।
6/11

আইনি ঝামেলায় জড়িয়ে পড়া জ্য়াকলিন ফার্নান্ডেজ ছবিতে রয়েছেন। কিন্তু লাল গালিচায় দেখা গেল না তাঁকে। নজর এড়িয়ে এসেছিলেন, নাকি হাজির হননি, জানা যায়নি।
7/11

তবে পূজা এসেছিলেন। ছবির নায়ক নয়, ভিতরে যাওয়ার আগে একাই পোজ দেন ক্য়ামেরার সামনে। টোম্য়াটো রেড ড্রেসে অনবদ্য উপস্থিতি ছিল তাঁর।
8/11

হাতে একগুচ্ছ ছবি পূজার। সলমন খানকে জড়িয়ে শোনা যাচ্ছে গুঞ্জন। তবে সে সবের তোয়াক্কা নেই নায়িকার। কাজ নিয়েই ব্যস্ত।
9/11

ছবির শিল্পী জনি লিভারকে দেখা গেল অনুরাগী পরিবৃত অবস্থায়। কেউ ছবি তুললেন তাঁর সঙ্গে। কেউ হাত মেলালেন। বিখ্যত সংলাপও আওড়ালেন জনি।
10/11

আদ্যোপান্ত রোহিত শেট্টির বাণিজ্যিক ছবি 'সার্কাস'। তবে এই ছবি দর্শকদের হলমুখী করবে বলে আশা বলিউডের।
11/11

ছবির প্রধান তারকা রণবীর এসেছিলেন। কিন্তু ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় থাকা, রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনকে দেখা গেল না প্রদর্শনীতে।
Published at : 22 Dec 2022 11:43 PM (IST)
View More
Advertisement
Advertisement























