এক্সপ্লোর
Rashmika Mandanna: রশ্মিকা মান্দান্নার এ কোন ভিডিও ভাইরাল! আইনি পদক্ষেপ চাইছেন কে কে?
Deepfake Video: কালো পোশাকে লিফট থেকে বেরোচ্ছেন রশ্মিকা। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। তবে প্রথম এক সাংবাদিকই এই বিষয়টি নজরে আনেন যে ভিডিওটি অভিনেত্রীর নয়।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

গতকাল নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে রশ্মিকা মান্দান্নার ডিপফেক ভিডিও। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। কাটাছেঁড়া চলেছে যেমন একদিকে, তেমনই ভিডিওটি ফেক বোঝার পর অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন।
2/10

এই ঘটনার পর, আজ ৬ নভেম্বর অভিনেত্রী নিজেই মুখ খুলেছেন এই বিষয় নিয়ে। 'অত্যন্ত ভয়ঙ্কর', বলে মন্তব্য করে পোস্ট করেন 'শ্রীভল্লি' অভিনেত্রী। জানান যে এমন ঘটনা আতঙ্কিত হওয়ার মতোই।
3/10

কী দেখা যাচ্ছে ভিডিওয়? কালো ডিপ-নেক ড্রেস পরে লিফট থেকে বেরোচ্ছেন রশ্মিকা মান্দান্না। কিন্তু সেটি আদতে রশ্মিকা নন। ভাইরাল হওয়া ভিডিও দেখে প্রথম এক সাংবাদিকই বিষয়টি নজরে আনেন যে সেটি ভুয়ো।
4/10

প্রযুক্তিগত কারচুপি করে ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা পটেলের মুখকে বদলে রশ্মিকার মুখ ব্যবহার করা হয়েছে। যাকে ইংরেজিতে বলে 'ডিজিট্যালি ম্যানিউপুলেট' করা। যা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
5/10

এই ঘটনায় অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার পাশে দাঁড়িয়েছেন তারকা অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি লিখেছেন, 'এই ঘটনাটা খুব গম্ভীর এবং আইনি ব্যবস্থা নেওয়া উচিত।' প্রসঙ্গত, 'গুডবাই' ছবিতে একসঙ্গে কাজ করেছেন রশ্মিকা ও অমিতাভ।
6/10

এছাড়া রশ্মিকা মান্দান্নার পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরও। তিনি ট্যুইট করে বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ইন্টারনেট ব্যবহারকারী সকল ডিজিট্যাল নাগরিকের সুরক্ষা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।'
7/10

এই বিষয়ে আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানান রশ্মিকা। লম্বা পোস্টে তিনি লেখেন, 'এটা লিখতে গিয়ে এবং অনলাইনে ছড়িয়ে পড়া আমার ডিপফেক ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে খুব আহত বোধ করছি।'
8/10

তিনি লিখে চলেন, 'এই ধরনের যে কোনও কিছু প্রচণ্ড ভয়ের, শুধু আমার জন্য না, বরং আমাদের প্রত্যেকের জন্য যাঁরা এখন যে টেকনলজির অপব্যবহার করা হচ্ছে তার শিকার হতে পারেন।'
9/10

'আজ, একজন মহিলা ও একজন অভিনেত্রী হিসেবে, আমি আমাক পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ যাঁরা আমার রক্ষক ও আমার পাশে দাঁড়ান। কিন্তু এটা যদি আমার সঙ্গে স্কুল বা কলেজে পড়ার সময় হত, আমি সত্যিই ভাবতে পারছি না যে এমন পরিস্থিতি কোনওদিনই কীভাবে সামলাতাম।'
10/10

সবশেষে অভিনেত্রী লেখেন, 'আমাদের একজোট হয়ে এর প্রতিবাদ করা উচিত এবং আরও কেউ এই সমস্যার সম্মুখীন হওয়ার আগেই তা দ্রুত করা উচিত।'
Published at : 06 Nov 2023 06:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
