এক্সপ্লোর
RD Burman Birthday: কেমন করে আর ডি বর্মণ হয়ে উঠেছিলেন সকলের 'পঞ্চম দা'? জানুন সেই মজার গল্প
রাহুল দেব বর্মণ
1/6

এক হচ্ছে সঙ্গীত। আরকটি হচ্ছে অমর সঙ্গীত। আজকের দিন, অর্থাৎ ২৭ জুন, দেশের এমন এক সঙ্গীত পরিচালকের জন্ম হয়েছিল, যিনি হিন্দি সিনেমায় সুরের এমন সঙ্গম জুড়ে দিয়েছিলেন যে, তা চিরকালের জন্য অমর হয়ে গিয়েছে।
2/6

আমরা বলছি, আর ডি বর্মণের কথা, যাঁকে সকলে ভালবেসে পঞ্চম দা বলে ডাকতেন। গত শতাব্দীর ছয়ের থেকে আটের দশকে হিন্দি সিনেমায় এমন একের পর এক হিট গান উপহার দিয়েছেন আর ডি বর্মণ, যা আজও লোকের মুখে মুখে ফেরে।
Published at : 27 Jun 2021 10:12 AM (IST)
আরও দেখুন






















