এক্সপ্লোর
ফুলের সাজে ঋতাভরী, 'দুবাই মিরাকেল গার্ডেন' থেকে শেয়ার করলেন নায়িকা
ঋতাভরী চক্রবর্তী
1/10

আপাতত তাঁর ঠিকানা কলকাতা (Kolkata) নয়, দুবাই (Dubai)। ছুটি কাটাতে এখন শহর থেকে অনেক দূরে ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty)।
2/10

দুবাইতে ছুটি কাটাচ্ছেন টলিউডের 'বং ক্রাশ'। সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর তরতাজা ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে কখনও তাঁকে দেখা গেল একাই কফিশপে সময় কাটাতে, আবার কখনও ফুলের বাগানে রঙ ছড়ালেন তিনিও।
3/10

সদ্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন তিনি। দুবাই ঘুরতে গিয়ে 'দুবাই মিরাকেল গার্ডেন'-এ বেশ কিছুটা সময় কাটিয়ে এসেছেন তিনি। অপূর্ব সেখানকার ফুলের সাজ।
4/10

কেবল গাছ কেটে ও ফুল সাজিয়েই সেখানে গড়ে তোলা হয়েছে হেলিকপ্টার থেকে শুরু করে টেডিবিয়ার ও অন্যান্য বিভিন্ন জিনিস। ফুলের সাজে ফুটিয়ে তোলা হয়েছে বাগানের নাম থেকে শুরু করে বিভিন্ন বার্তাও।
5/10

পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ফুলের সাজেই সেজেছিলেন তিনি। ফ্লোরাল গাউনের সঙ্গে মাথায় পরেছিলেন গোলাপি ফুলের মানানসই ফ্লোরাল হেডব্যান্ড বা টিয়ারা।
6/10

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ফুলের বাগানে খেলা করছেন তিনি। হলুদ পোশাকে ঝলমল করছেন ঋতাভরী।
7/10

ফুলের ঔজ্জ্বল্যকে পাল্লা দিচ্ছে তাঁর মুখের হাসি। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর এই ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। কমেন্টবক্সে তাঁরা প্রশংসা করেছেন সেইসব ছবির।
8/10

সদ্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন ঋতাভরী। কালো পোশাকে একটা কফিশপে বসে রয়েছেন তিনি। কালো রোদচশমা চোখ ঢেকেছেন, সামনে প্রিয় কফি আর খাবার। ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'কফি এবং আরও অনেক কিছু। সেইসঙ্গে তিনি যোগ করে দিয়েছেন 'দুবাই ডায়েরিজ' কথাটা।
9/10

সামনেই নতুন ছবির শ্যুটিং। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় সেই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ নায়িকা। তবে তার আগে ছুটি কাটিয়ে শহরে ফিরতে চান তিনি।
10/10

দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে উঠে বহুদিন পর একা সফরে বেরিয়েছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট সেই খুশি।
Published at : 20 Feb 2022 08:18 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























