এক্সপ্লোর
Ritabhari Chakraborty: চলতি বছরেই বাঁধা পড়বেন সাত পাকে, তার আগেই সুমিতের সঙ্গে ইউরোপ সফরে ঋতাভরী
চিলেকোঠার ঘর, কাচের জানলা দিয়ে দেখা যায় পুরো শহর.. কেমন কাটছে ঋতাভরীর সফর?
সুমিতের সঙ্গে ইউরোপ সফরে ঋতাভরী
1/10

শোনা যাচ্ছে, বছরের শেষেই ৭ পাকে বাঁধা পড়বেন তিনি। আর তার আগেই, হবু স্বামীকে নিয়ে ইউরোপ উড়ে গিয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
2/10

ঋতাভরীর হবু স্বামী সুমিত অরোরা বলিউডের প্রথম সারির চিত্রনাট্যকার। প্রায় বছর ৬ ধরেই তাঁরা একে অপরকে চেনেন।
3/10

সদ্যই সুমিতের সঙ্গে বাগদান সেরেছেন ঋতাভরী, আর তারপরেই ইউরোপে ঘুরতে গিয়েছেন তাঁরা।
4/10

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন ঋতাভরী। বার্লিনে রয়েছেন তাঁরা। থাকছেন একটি হোটেলের চিলেকোঠায়।
5/10

সেই হোটেলের ঘরটি নাকি এতটাই সুন্দর যে চোখ খুললেই দেখা যায় একটি বিশাল বড় কাচের জানলা। আর সেথান দিয়ে দেখা যায় পুরো শহরটাকেই।
6/10

এর আগে অবশ্য ডিজনিল্যান্ড ঘুরে এসেছেন ঋতাভরী। সেখান থেকে শেয়ার করে নিয়েছেন ছবি।
7/10

ঋতাভরী এর আগে একাধিকবার বিদেশ সফরে গিয়েছেন। বলাই যায়, তাঁর পায়ের তলায় সর্ষে। সুযোগ পেলেই তিনি ঘুরতে বেরিয়ে পড়েন।
8/10

ঘোরার সময় একেবারেই তাড়াহুড়ো করতে ভালবাসেন না ঋতাভরী। কোনও জায়গা পছন্দ হলে সেখানে থেকে যেতে পারেন ১০ দিন পর্যন্ত ও।
9/10

সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী একাধিক ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেখানে কোথাও দেখা যাচ্ছে ঋতাভরী রাস্তায় হাঁটছেন সুমিতের হাত ধরে, কোথাও আবার চেখে দেখছেন পছন্দের আইসক্রিম।
10/10

শোনা যাচ্ছে, বছরের শেষেই বিদেশে বিয়ে সারবেন ঋতাভরী। খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে সুমিতের সঙ্গে বিয়ে সারবেন তিনি
Published at : 23 Jun 2025 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























