এক্সপ্লোর
Ritabhari Chakraborty Album: কখনও জাভেদ আখতারের বাড়িতে আমন্ত্রণ, কখনও বাবা সিদ্দিকির পার্টিতে মশগুল ঋতাভরী
Ritabhari Chakraborty: জাভেদ আখতারের বাড়িতে হোলি উদযাপন, বাবা সিদ্দিকির পার্টি, মায়ানগরীতে ঝলমলে ঋতাভরী
জাভেদ আখতারের বাড়িতে হোলি উদযাপন, বাবা সিদ্দিকির পার্টি, মায়ানগরীতে ঝলমলে ঋতাভরী
1/10

প্রথমে জাভেদ আখতারের (Javed Akhtar) বাড়িতে হোলির পার্টি, আর তারপরে বাবা সিদ্দিকি (Baba Siddique)-র পার্টি... বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-আপাতত ব্যস্ত মায়ানগরীতেই
2/10

সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন সেই সমস্ত পার্টির ঝলক। যা দখে উচ্ছ্বসিত অনুরাগীরা, করেছেন প্রশংসাও।
3/10

দোলের দিনটা মুম্বইতেই কাটিয়েছেন ঋতাভরী। দিদি চিত্রাঙ্গদা ও সম্বিতের সঙ্গে সময় কাটিয়েছেন ঋতাভরী।
4/10

সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন হোলির পার্টির ছবিও। প্রথা মেনে সাদা পোশাক পরেছিলেন ঋতাভরী, তবে হোলির থিমের সঙ্গে মানানসই ছিল তাঁর ওড়না। রঙিন সেই ওড়নাই যেন নজর কাড়ছিল।
5/10

পার্টিতে 'চিত্রাঙ্গদা' ও সম্বিতের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। তবে সেই পার্টির পরে একাই জাভেদ আখতারের বাড়িতে অতিথি হয়েছিলেন ঋতাভরী।
6/10

image 3
7/10

সোশ্যাল মিডিয়ায় জাভেদ আখতারের সঙ্গে ছবি শেয়ার করে নিয়ে ঋতাভরী লিখেছেন, 'আমার জীবনের অন্যতম সেরা হোলি এটা। জাভেদ আখতারের মতো কিংবদন্তির সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা, কলকাতা বইমেলা নিয়ে ওঁর ভাললাগার কথা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নিয়ে কথা, ওঁর শিকড়ের কথা। জাভেদ আখতারের বাড়িতে অতিথি হওয়ার অভিজ্ঞতা দুর্দান্ত। সম্বিতকে নিকিতা গাঁধীর সঙ্গে পারফর্ম করতে দেখলাম। আমি আর আমার দিদি পাগলের মতো আবির খেললাম।'
8/10

আর আজ, সোশ্যাল মিডিয়ায় বাবা সিদ্দিকির পার্টির ছবি শেয়ার করে নেন ঋতাভরী। সাদা গাউন আর লাল ওড়না পরেছিলেন তিনি।
9/10

গত ৩ বছর ধরে বলিউডের এই হাইপ্রোফাইল পার্টিতে আমন্ত্রণ পান তিনি। এবারেও বলিউডের অন্যান্য নামিদামি তারকার সঙ্গে সেখানে হাজির ছিলেন ঋতাভরী চক্রবর্তীও।
10/10

বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে হাজির থাকেন সলমন খান, হুমা কুরেশি, শিল্পা শেট্টি ও অন্যান্যরা।
Published at : 27 Mar 2024 11:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















