এক্সপ্লোর
Ratool and Rupanjana: জীবনের সব প্রয়োজনে পাশে পেয়েছেন রাতুলকে, রূপাঞ্জনা বলছেন, 'ভালবাসায় বাঁচতে শিখেছি'
Rupanjana Mitra on Social Media: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন রূপাঞ্জনা মিত্র, দীর্ঘদিনের বন্ধু, ভাল-খারাপের সঙ্গী, পরিচালক-অভিনেতা রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন রূপাঞ্জনা মিত্র, দীর্ঘদিনের বন্ধু, ভাল-খারাপের সঙ্গী, পরিচালক-অভিনেতা রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।
1/10

বিয়ের আসরে তিনি বসেছিলেন একমাত্র ছেলে রিয়ানকে সঙ্গে নিয়েই। কটাক্ষকে থোড়াই কেয়ার। কারণ রূপাঞ্জনা জানতেন, রাতুল ঠিক কতটা কাছের তাঁর একরত্তি ছেলের!
2/10

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন রূপাঞ্জনা মিত্র, দীর্ঘদিনের বন্ধু, ভাল-খারাপের সঙ্গী, পরিচালক-অভিনেতা রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।
3/10

রূপাঞ্জনা যখন অন্তঃসত্ত্বা,সেই সময়েই তাঁর বিচ্ছেদ হয় স্বামীর সঙ্গে। ছেলেকে কার্যত একাই বড় করছিলেন রূপাঞ্জনা।
4/10

তবে ভাল-খারাপ সবসময়েই রূপাঞ্জনা পাশে পেয়েছেন তাঁর বন্ধু রাতুলকে। আজ সোশ্যাল মিডিয়ার ছবিগুলো যেন তারই প্রমাণ। আজ তাঁদের একসঙ্গে থাকার অর্ধ শতাব্দী পূর্ণ হল।
5/10

সোশ্যাল মিডিয়ায় রূপাঞ্জনা যে ছবিগুলি শেয়ার করে নিয়েছেন, সেখানে মা-ছেলে তো বটেই, রাতুলের সঙ্গে রিয়ানের মিষ্টি সমীকরণও নজর কেড়েছে নেটিজেনদেন।
6/10

রিয়ানের স্কুলের স্পোর্টস থেকে শুরু করে ঘুরতে যাওয়া, বাড়িতে আলসে সময় কাটানো... সবসময়েই খুদেকে ঘিরে রয়েছেন রাতুল।
7/10

তবে কেবল ছেলে নয়, রূপাঞ্জনার সঙ্গেও যে রাতুলের রসায়ন বেশ বন্ধুত্বপূর্ণ, তা ধরা পড়েছে ছবিতে। যেমন এই ছবিটি একসঙ্গে শরীরচর্চা করার সময়ে তোলা একটি সেলফি।
8/10

বিয়ের পরে অবশ্য মধুচন্দ্রিমায় যাওয়ার সুযোগ পাননি রাতুল রূপাঞ্জনা। অভিনেত্রী এখন ব্যস্ত তাঁর ধারাবাহিকের কাজ নিয়ে।
9/10

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে রূপাঞ্জনা লিখেছেন, 'এই ছবিগুলি সেই সময়ের স্মৃতি, যে সময়গুলো কাটিয়ে এসে আমরা আজ বিবাহিত স্বামী-স্ত্রী।'
10/10

রূপাঞ্জনা আরও লেখেন, 'সবাইকে ধন্যবাদ.. আজ আমরা ভালবাসায় বাঁচতে শিখেছি, জীবনের অর্থ খুঁজে পেয়েছি'
Published at : 05 May 2024 11:31 PM (IST)
View More
Advertisement
Advertisement






















