এক্সপ্লোর
ফের খবরের শিরোনামে সারা তেন্ডুলকর, কেন জানেন?
সারা তেন্ডুলকর
1/10

সম্প্রতি খবরের শিরোনামে চলে এসেছেন সচিন তেন্ডুলকর কন্যা সারা। গোটা ঘটনার সূত্রপাত ভাই অর্জুনের সদ্য হওয়া আইপিএল নিলামে নাম ওঠা থেকে। অর্জুনকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে কিনে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এরপরই, সোশ্যাল মিডিয়ার টার্গেট হন সচিন-পুত্র। শুধু তাই নয় নেপোটিজম-এর অভিযোগও ওঠে অর্জুনের বিরুদ্ধে।
2/10

অর্জুনের সমর্থনে ময়দানে নেমে পড়েন সারা। সোশ্যাল পোস্টের মাধ্য়মে সারা নিজের ভাইয়ের হয়ে জোরালো সওয়াল করেন।
Published at :
আরও দেখুন






















