এক্সপ্লোর
Saheb Chatterjee: বোনকে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত, পুজোর পাঁচদিন কি বাড়িতেই কাটাবেন সাহেব চট্টোপাধ্য়ায়?
Durha Puja 2023: কিছুদিন আগেই ডেঙ্গির জন্য় নিজের বোনকে হারিয়েছেন অভিনেতা সাহেব চট্টোপাধ্য়ায়। তাই এবারের পুজোয় কোনও আনন্দ-উচ্ছাস নেই। তবুও উমার বাপেরবাড়ি আসার এই কটা দিন কেমনভাবে কাটান অভিনেতা?
পুজোর পাঁচদিন কি বাড়িতেই কাটাবেন সাহেব চট্টোপাধ্য়ায়?
1/9

বালিগঞ্জ কালচারাল দুর্গোৎসব তাঁর পাড়ার পুজো। ফলে বছরের এই পাঁচ দিন বাড়ির সামনেটা থাকে একাবারে জমজমাট। মানুষের ভিড়, খাবারের স্টল, রাস্তার ধারে ধারে ব্য়ানার, সবমিলিয়ে সাজো সাজো রব।
2/9

আগে মাঝেমধ্য়ে শোয়ের কারণে কলকাতার বাইরে যেতে হলেও এই শহরের পুজোর সঙ্গে তাঁর যোগ নাড়ির। ফলে গত কয়েকবছর ধরে কলকাতাতেই পুজো কাটে 'হৃৎপিন্ড' অভিনেতার।
Published at : 09 Oct 2023 06:00 AM (IST)
আরও দেখুন





















