এক্সপ্লোর
Pataudi Palace: ১৫০ কামরা, সঙ্গে বিলিয়ার্ড-ডাইনিং রুম, দেখুন- সইফের পটৌডি হাউসের ভেতরের কিছু ছবি
পটৌডি হাউস
1/6

সইফ আলি খান ও করিনা কপূর খানের প্রায়ই পটৌডি হাউস থেকে ছবি দেখা যায়। উত্তরাধিকার সূত্রে সইফ পটৌডি হাউস পেয়েছেন। তা খুবই বিলাসবহুল ও নজরকাড়া। পটৌডি হাউসের দাম ৮০০ কোটি টাকার বেশি। বলিউড তো বটেই হলিউডের কয়েকটি সিনেমাতেও দেখা গিয়েছে পটৌডি হাউস। এখানে অনেক সিনেমারই শ্যুটিং হয়েছে।
2/6

দেখে নেওয়া যাক, পটৌডি হাউসের কিছু ছবি। বাইরে থেকে পটৌডি হাউস মহলের মতো। এতে দেড়শো কামরা রয়েছে। প্রত্যেক কামরাই অভিনবভাবে তৈরি।
Published at : 29 Mar 2021 09:15 AM (IST)
আরও দেখুন






















