এক্সপ্লোর
Saif Ali Khan News: শিরদাঁড়া থেকে বেরোচ্ছিল সেরিব্রোস্পাইনাল ফ্লুইড , সেফের চোট হতে পারত প্রাণঘাতী?
Saif Ali Khan: আপাতত বিপদমুক্ত সেফ, কতটা গুরুতর ছিল তাঁর আঘাত?
কতটা গুরুতর ছিল সেফের আঘাত? হতে পারত প্রাণহানিও?
1/10

পর পর ৬ বার ছুরিকাঘাত। এর মধ্যে দুটি আঘাত এতটাই গভীর ছিল যে হতে পারত প্রাণসংশয়ও। বাড়িতে ঢুকে এক আততায়ী হামলা করেছে সেফ আলি খান (Saif Ali Khan)-এর ওপর।
2/10

আপাতত আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। আঘাত লাগার পরেই সেফকে নিয়ে আসা হয় হাসপাতালে। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় চিকিৎসা।
Published at : 16 Jan 2025 03:07 PM (IST)
আরও দেখুন






















