এক্সপ্লোর
Saif Ali Khan News: শিরদাঁড়া থেকে বেরোচ্ছিল সেরিব্রোস্পাইনাল ফ্লুইড , সেফের চোট হতে পারত প্রাণঘাতী?
Saif Ali Khan: আপাতত বিপদমুক্ত সেফ, কতটা গুরুতর ছিল তাঁর আঘাত?

কতটা গুরুতর ছিল সেফের আঘাত? হতে পারত প্রাণহানিও?
1/10

পর পর ৬ বার ছুরিকাঘাত। এর মধ্যে দুটি আঘাত এতটাই গভীর ছিল যে হতে পারত প্রাণসংশয়ও। বাড়িতে ঢুকে এক আততায়ী হামলা করেছে সেফ আলি খান (Saif Ali Khan)-এর ওপর।
2/10

আপাতত আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। আঘাত লাগার পরেই সেফকে নিয়ে আসা হয় হাসপাতালে। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় চিকিৎসা।
3/10

ঠিক কোথায় কোথায় আঘাত লেগেছে অভিনেতার? সেই আঘাত ঠিক কতটা গুরুতর? হামলা কি প্রাণঘাতী ছিল?
4/10

জানা যাচ্ছে, সেফের শিরদাঁড়ার কাছে যে চোটটা লেগেছে সেটাই সবচেয়ে গুরুতর। ঘাড়ে কাছে এসেছিল ছুরির আঘাত।
5/10

ঘাড়ের কাছের আঘাত এতটাই জোরে করা হয়েছিল যে ছুরির একটা অংশ ভেঙে ঘাড়ে ঢুকে যায়। লীলাবতী হাসপাতালে সেফ যাওয়ার পরে, প্রথমেই তাঁর ঘাড়ের ক্ষতের চিকিৎসা শুরু হয়।
6/10

ছুরির যে অংশ সেফের ঘাড়ে গেঁথে গিয়েছিল, সেখান থেকে ফ্লুইড বেরোচ্ছিল। শিরদাঁড়ার কাছাকাছি অংশ থেকে ফ্লুইড বেরনো প্রাণঘাতী হতে পারে বলেই প্রথমেই সেই চোটের চিকিৎসা করা হয়।
7/10

ছুরির গেঁথে থাকা অংশ পিঠ থেকে বের করে প্রথমেই ফ্লুইড বন্ধ করা হয়। সেই ফ্লুইড বেরনো বন্ধ হওয়ার পরেই হাসপাতাল থেকে জানানো হয়, আপাতত বিপদ নেই অভিনেতার। তিনি রিকভারিতে রয়েছেন। খুব তাড়াতাড়ি তাঁকে ICU-তে দেওয়া হবে।
8/10

সেফের হাতেও দুটো গভীর ক্ষত রয়েছে, চোট রয়েছে পাঁজরেও। অভিনেতার যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে। আপাতত হাসপাতালেই ভর্তি থাকতে হবে অভিনেতাকে। চলবে তাঁর চিকিৎসা।
9/10

অন্যদিকে, জানা যাচ্ছে, ইতিমধ্যেই হামলাকারীকে চিহ্নিত করে ফেলেছে পুলিশ। হামলাকারী ফায়ার এক্সিট ব্যবহার করেছিল ওই অ্যাপার্টমেন্টে ঢোকার জন্য এমনটাই জানা যাচ্ছে।
10/10

সন্দেহ করা হয়, বাড়ির কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। কোনও পরিচারক হামলাকারীকে চিনত, সেই জন্যই তাকে ঢুকতে দেওয়া হয়েছিল। তবে গোটা বিষয়টাই তদন্তসাপেক্ষ। পুলিশ তদন্ত করে দেখছে।
Published at : 16 Jan 2025 03:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
