এক্সপ্লোর
Celebrity Marriage Pics: দেখুন ছবিতে- সইফের সঙ্গে বিয়েতে করিনা ও অমৃতার ওয়েডিং লুকে কতটা মিল ছিল
kareena_1
1/10

আরও একটি সন্তানের বাবা হলেন বলিউড অভিনেতা সইফ আলি খান। সইফের লাভ লাইফ বেশ আকর্ষনীয়। প্রথমে তিনি তাঁর চেয়ে ১২ বছরের বড় অমৃতা সিংহকে বিয়ে করেছিলেন। সেই বিয়ে ভেঙে যায়। পরে তিনি তাঁর চেয়ে ১১ বছরের ছোট করিনা কপূর খানকে বিয়ে করেন।
2/10

করিনা ও অমৃতা-দুজনেই ফ্যাশনের ক্ষেত্রে ট্রেন্ড সেটার। দুজনেই মাঝেমধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনার কেন্দ্রে থেকেছেন। সেই সঙ্গে সইফের দুই কনের ওয়েডিং লুক নিয়েও অনুরাগীদের মধ্যে চর্চা হয়ে থাকে।
Published at : 24 Feb 2021 09:57 AM (IST)
আরও দেখুন






















