অতীতে একটি সাক্ষাত্কারে সলমন বলেছিলেন যে, ঐশ্বর্য একজন ভালো ছেলে ও পরিবার পেয়েছে। তিনি বলেছিলেন, ও অভিষেক বচ্চনকে বিয়ে করেছে, এজন্য আমি খুবই খুশি। ও একটা ভালো পরিবার পেয়েছে ও একজন ভালো ছেলেকে বিয়ে করেছে।
2/5
এরপর থেকে তাঁদের একে অপরের সঙ্গে বাক্যালাপও নেই বলে খবর। তবে একটি সাক্ষাত্কার দিতে গিয়ে সলমন ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের বিয়ে নিয়ে কথা বলেছিলেন।
3/5
কিন্তু ২০০২-এ দুজনের সম্পর্ক ভেঙে যায়। আর সম্পর্কের সেই বিচ্ছেদ তিক্তভাবে হয়েছিল। আর এই ঘটনা ইন্ডাস্ট্রিতে ঐশ্বর্যর ভাবমূর্তিতে বেশ প্রভাব ফেলেছিল। এ জন্য তাঁর হাত থেকে বেশ কিছু সিনেমা বেরিয়ে যায়।
4/5
এই জুটিগুলির মধ্যে সম্পর্ক আর এগোয়নি। এরমধ্যে সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক নিয়ে ১৯৯০-র দশকে টিনসেল টাউনে শুরু হয়েছিল জোর জল্পনা।
5/5
বলিউডে সম্পর্ক তৈরি ও তা ভেঙে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। শুরু থেকেই এমনটাই যেন দস্তুর হয়ে উঠেছে। সে দেবানন্দ-সুরাইয়াই হোক বা ডিম্পল কাপাডিয়া-ঋশি কপূর বা সলমন খান বা ঐশ্বর্য রাই।