এক্সপ্লোর
Sana Khan reaction:অতীত জীবনের কথা মনে করিয়ে খোঁচা এক ব্যক্তির, জবাব দিলেন সানা খান
1/9

সমস্ত ছবিই সানা খানের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে।
2/9

সানা বর্তমানে তাঁর বিবাহিত জীবন উপভোগ করছেন।
3/9

সানার সাম্প্রতিক পোস্টে তাঁর অনেক অনুরাগীই সমর্থন জানিয়েছেন।
4/9

সানা ও আনসের মধুচন্দ্রিমার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।
5/9

এর একমাস পরেই সানা খান মৌলানা সৈয়দ আনসকে বিয়ে করেন। সানা ও আনসের বিয়ে এবং মধুচন্দ্রিমার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কেড়েছিল।
6/9

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সানা খান ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানানোর ঘোষণা করেছিলেন।
7/9

সানা আরও লিখেছেন, আমি ওই ব্যক্তির নাম নিতে তাই না। কেননা, আমি চাই না যে, তিনি আমার সম্পর্কে যা করেছেন, আমিও তাঁর সম্পর্কে একই ধরনের কাজ করি। কারুর পাশে দাঁড়াত না পারলে শান্ত থাকুন। এমন ভিত্তিহীন মন্তব্য করে কোনও ব্যক্তিকে বিরক্ত করে অবসাদের দিকে ঠেলে দেওয়া উচিত নয়।
8/9

পুরো ঘটনার কথা ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট লিখেছেন সানা খান। তিনি লিখেছেন, কয়েকজন দীর্ঘদিন ধরেই আমার সম্পর্কে নেতিবাচক ভিডিও তৈরির চেষ্টায় লেগে গিয়েছেন। এরপরও আমি ধৈর্য্যেই অবলম্বন করেছি। কিন্তু সম্প্রতি এক ব্যক্তি আমার অতীত জীবন সম্পর্কে ভুল ও ভিত্তিহীন বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছেন। আপনার কী জানা নেই যে, যে কাজ কোনও ব্যক্তি ছেড়ে দিয়েছে, সেই কাজের কথা তাকে মনে করিয়ে দেওয়া অন্যায়। আমার এজন্য খুব খারাপ লেগেছে।
9/9

ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে বিয়ে করেছেন সানা খান। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। এরইমধ্যে সম্প্রতি তিনি একটি পোস্ট করেছেন, যাতে এক ইউজারের ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement























