এক্সপ্লোর
Nargis Dutt Birth Anniversary: 'কিছু চাইনি তোমাকে ছাড়া', নার্গিসের জন্মদিনে আবেগতাড়িত সঞ্জয়
ছবি: সঞ্জয় দত্তের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/11

সাফল্য যেমন পেয়েছেন, অন্ধকারে মুখ থুবড়েও পড়েছেন। কিন্তু মায়ের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করা হয়নি। নার্গিস দত্তের জন্মবার্ষিকীতে তাই আবেগঘন পোস্ট ছেলে সঞ্জয় দত্তের। সাদাকালো ওই ছবি দেখে আবেগতাড়িত, আপ্লুত সঞ্জয়ের অনুরাগীরাও।
2/11

বুধবার নার্গিসের জন্মবার্ষিকী ছিল। সেই উপলক্ষে ইনস্টাগ্রামে মায়ের প্রতি ভালবাসা প্রকাশ করেন সঞ্জয়। পুরনো একটি ছবি পোস্ট করে লেখেন, ‘তোমার হাসিই আমাকে শক্তি জুগিয়েছিল। তোমার কথা মাটির কাছাকাছি রেখেছিল আমাকে, খারাপ সময়ে তোমার আত্মাই ঘুরে দাঁড় করায় আমাকে। আমার জীবনে তুমিই ছিলে শ্রেষ্ঠ। আর কিছু চাইতে হয়নিষ শুভ জন্মদিন মা।’
Published at : 02 Jun 2022 09:22 AM (IST)
আরও দেখুন






















