এক্সপ্লোর
Sanjay Leela Bhansali Birthday: সঞ্জয়লীলা বনশালীর সেরা ছবি ও অজানা তথ্য
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/24/ce211943828b71a3e364238bed57afe3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সঞ্জয়লীলা বনশালী
1/7
![আজ জন্মদিন বলিউডে অন্যতম জনপ্রিয় এবং সফল ছবি পরিচালক সঞ্জয়লীলা বনশালীর। তাঁর পরিচালিত ছবির সংখ্যা বাকি অনেক পরিচালকদের তুলনায় কম হলেও, বেশিরভাগ ছবির জন্যই নানা পুরস্কার পেয়েছেন তিনি। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে জাতীয় পুরস্কার, তাঁর ঝুলিতে একাধিক ছবির জন্য একাধিক পুরস্কার রয়েছে। আজ বলিউডের এমন একজন পরিচালকের জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য এবং তাঁর সেরা ছবিগুলি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/24/b5cf5e20eda87a3ff77e4a2d3382894779ae8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ জন্মদিন বলিউডে অন্যতম জনপ্রিয় এবং সফল ছবি পরিচালক সঞ্জয়লীলা বনশালীর। তাঁর পরিচালিত ছবির সংখ্যা বাকি অনেক পরিচালকদের তুলনায় কম হলেও, বেশিরভাগ ছবির জন্যই নানা পুরস্কার পেয়েছেন তিনি। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে জাতীয় পুরস্কার, তাঁর ঝুলিতে একাধিক ছবির জন্য একাধিক পুরস্কার রয়েছে। আজ বলিউডের এমন একজন পরিচালকের জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য এবং তাঁর সেরা ছবিগুলি।
2/7
!['খামোশি- দ্য মিউজিক্যাল' ছবি দিয়ে পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ হয় সঞ্জয়লীলা বনশালীর। এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায় হেলেনকে। জানা যায়, সলমন খানের বিশেষ অনুরোধে এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে রাজি হন হেলেন। পরিচালিত প্রথম ছবির জন্যই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/24/b3f041d7be54ffa5d1c806011a4fbab210474.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'খামোশি- দ্য মিউজিক্যাল' ছবি দিয়ে পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ হয় সঞ্জয়লীলা বনশালীর। এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায় হেলেনকে। জানা যায়, সলমন খানের বিশেষ অনুরোধে এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে রাজি হন হেলেন। পরিচালিত প্রথম ছবির জন্যই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান।
3/7
![গুজরাটি জৈন পরিবারে জন্ম সঞ্জয়লীলা বনশালীর। জানা যায়, বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে গুজরাটি ভাষায় কথা বলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/24/10c4a583ccb72d42c58230673f592357c5f55.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গুজরাটি জৈন পরিবারে জন্ম সঞ্জয়লীলা বনশালীর। জানা যায়, বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে গুজরাটি ভাষায় কথা বলেন তিনি।
4/7
![সঞ্জয়লীলা বনশালীর কেরিয়ারের সমস্ত ছবির মধ্যে অন্যতম অবশ্য়ই 'ব্ল্যাক'। এই ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে জাতীয় পুরস্কার সমস্তই পান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/24/9abb957a84dfbde7c94da3a37bd2b0375e082.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সঞ্জয়লীলা বনশালীর কেরিয়ারের সমস্ত ছবির মধ্যে অন্যতম অবশ্য়ই 'ব্ল্যাক'। এই ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে জাতীয় পুরস্কার সমস্তই পান।
5/7
![তাঁর পরিচালিত 'রামলীলা' ছবি বিভিন্ন বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়। জানা যায়, এই ছবিতে দীপিকা পাড়ুকোনের অভিনীত চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন করিনা কপূর খান। কিন্তু বিভিন্ন কারণে পরবর্তীকালে দীপিকা পাড়ুকোন মুখ্য চরিত্রে অভিনয় করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/24/fa8f7cc87d3abf2978fc7c2805a035a6fbd68.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাঁর পরিচালিত 'রামলীলা' ছবি বিভিন্ন বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়। জানা যায়, এই ছবিতে দীপিকা পাড়ুকোনের অভিনীত চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন করিনা কপূর খান। কিন্তু বিভিন্ন কারণে পরবর্তীকালে দীপিকা পাড়ুকোন মুখ্য চরিত্রে অভিনয় করেন।
6/7
!['পদ্মাবত' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য সলমন খান এবং ঐশ্বর্য রাইকে ভেবেছিলেন সঞ্জয়লীলা বনশালী। কিন্তু তাঁর সে ইচ্ছে পূরণ হয়নি। 'হম দিল দে চুকে সনম' জুটিকে ফের পর্দায় ফেরাতে পারেননি তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/24/8bc39a5f5eaa5bc60d83fe0eabf5028a7b01c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'পদ্মাবত' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য সলমন খান এবং ঐশ্বর্য রাইকে ভেবেছিলেন সঞ্জয়লীলা বনশালী। কিন্তু তাঁর সে ইচ্ছে পূরণ হয়নি। 'হম দিল দে চুকে সনম' জুটিকে ফের পর্দায় ফেরাতে পারেননি তিনি।
7/7
![আগামীকালই মুক্তি পাবে সঞ্জয়লীলা বনশালীর নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভট্ট। হিন্দি ছবির সফল পরিচালককে জন্মদিনের অনেক শুভেচ্ছা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/24/c250d9415bd0049dc72c0561dda1b86b1e3d4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামীকালই মুক্তি পাবে সঞ্জয়লীলা বনশালীর নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভট্ট। হিন্দি ছবির সফল পরিচালককে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
Published at : 24 Feb 2022 09:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)