এক্সপ্লোর
Saraswati Puja 2022: হলুদ শাড়ি-পাঞ্জাবিতে সাজল টলিউড, কেমন কাটল সরস্বতী পুজো?

বাণীবন্দনায় টলিউড
1/10

বসন্ত পঞ্চমীতে হলুদ সাজে সাজলেন টলি তারকারা। বাড়ির পুজো মিটিয়ে অনেকেই পৌঁছে গিয়েছিলেন এসভিএফ-এর অফিসে। সেখানে আয়োজন করা হয়েছিল সরস্বতী পুজোর।
2/10

হাজির ছিলেন অরিন্দম শীল, অঙ্কুশ হাজরা, সৌরসেনী মৈত্র ও স্বস্তিকা দত্ত।
3/10

বাবার সঙ্গে হাজির হয়েছিলেন শান্তিলাল মুখোপাধ্যায়। দুজনেই সেজেছিলেন পাঞ্জাবিতে।
4/10

হলুদ সাদা পোশাকে সেজেছিলেন দর্শনা বণিক। হাজির রইলেন এসভিএফের পুজোয়।
5/10

হলুদ পাঞ্জাবিতে হাজির ছিলেন অঙ্কুশ হাজরা। বাগদেবীর আরাধনায় সামিল হলেন তিনিও।
6/10

সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'বাবা বেবি ও'। নিজের বাড়ির পুজো সেরে এসভিএফের অফিসের পুজোয় হাজির সৌরসেনী মৈত্র।
7/10

লাল সাদা শাড়িতে অপরূপা সন্দীপ্তা সেন। বাণীবন্দনায় সামিল তিনিও।
8/10

হলুদ পাঞ্জাবী আর সাদা শালে সেজেছিলেন গৌরব। পাশে গোলাপি শাড়িতে দেবলীনা। এসভিএসের পুজোয় হাজির রইলেন জুটিতে।
9/10

একসঙ্গে হাজির ছিলেন গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। হলুদ শাড়িতে সেজেছেন ঋদ্ধিমা, মেরুণ পাঞ্জাবিতে সেজেছিলেন গৌরব।
10/10

বাণীবন্দনায় সামিল ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ছক ভেঙে পাশ্চাত্য পোশাকে সেজেছিলেন ঋদ্ধি, শাড়িতে স্নিগ্ধ সুরঙ্গনা
Published at : 06 Feb 2022 08:08 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
