এক্সপ্লোর
Saswata Chatterjee Birthday: সদা-শাশ্বত: জন্মদিনে এক ঝলকে ‘অপুর কীর্তি’
শাশ্বত চট্টোপাধ্যায়। ছবি: অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/9

নওয়াজউদ্দিন নেই, নেই পঙ্কজ। বাঙালির আছে শুধু শাশ্বত। কখনও অজিত, কখনও বব, কখনও আবার হাতকাটা কার্তিক। শীত, গ্রীষ্ম বর্ষা, শাশ্বতই ভরসা। ৫১তম জন্মদিনে ঝালিয়ে অভিনেতার সেরা ছবিগুলি।
2/9

ছবির নাম শুনেই নাকি চটে গিয়েছিলেন নস্ট্যালজিক বাঙালি। ঋত্বিক ঘটক এবং হৃতিক রোশনের মধ্যে ফারাক বুঝতে না পারা বাঙালির আঁতে নাকি ঘা লেগেছিল ভীষণ। কিন্তু অভিনয়েই সকলের মুখ বন্ধ করে দিয়েছিলেন শাশ্বত। ছবির নাম ‘মেঘে ঢাকা তারা’।
Published at : 19 Dec 2021 08:29 PM (IST)
আরও দেখুন





















