এক্সপ্লোর
Music Video: জিতের পরিচালনায় 'বোকা ঘুড়ি' নিয়ে আসছেন সায়ন্তনী-সাহিল
Jiit Chakraborty: এই মিউজিক ভিডিওতে সায়ন্তনীর বিপরীতে দেখা যাবে সাহিল ফুলকে।

জিতের পরিচালনায় মিউজিক ভিডিও 'বোকা ঘুড়ি' নিয়ে আসছেন সায়ন্তনী-সাহিল
1/10

এবার নতুন মিউজিক ভিডিওতে সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurata)। অন্বেষা (Anweshaa) ও প্রাজ্ঞ দত্ত (Prajna Dutta)-র কন্ঠে মুক্তি পাবে এক প্রেমের গল্পের গান, 'বোকা ঘুড়ি'।
2/10

এই মিউজিক ভিডিওতে সায়ন্তনীর বিপরীতে দেখা যাবে সাহিল ফুলকে। সাহিল মুম্বইয়ের অভিনেতা, সেখানেই একাধিক কাজ করেছেন তিনি।
3/10

চলতি মাসেই মুক্তি পাবে এই মিউজিক ভিডিওতে। এখানেই প্রথম সাহিল ও সায়ন্তনীকে জুটি হিসেবে দেখা যাবে। একটি প্রেমের গল্প বলবে এই মিউজিক ভিডিওটি।
4/10

শাস্ত্রীয় সঙ্গীত ও সুফিগানের এক মেলবন্ধন দেখা গিয়েছে এখানে। এই গানটির পরিচালনা করেছেন পরিচালক জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty)। এর আগে তিনি 'কথামৃত' ও 'শেষের গল্প'-র মতো ছবি পরিচালনা করেছেন, সাফল্যও লাভ করেছেন এই ছবিগুলিতে।
5/10

এই ভিডিওটি মুক্তি পাবে ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে ও Klikk MUZIK YouTube চ্যানেলে। চলতি মাসেই মুক্তি পাবে এই ভিডিওটি। এর আগে জিতের একাধিক কাজ মুক্তি পেয়েছে এই প্ল্যাটফর্মে।
6/10

অন্যদিকে, বাংলা ছাড়িয়ে এখন উড়িষ্য়াতেও কাজ করছেন জিৎ। সম্প্রতি 'ডিয়ার পুরুষ' নামের একটি ছবিও পরিচালনা করে ফেলেছেন তিনি।
7/10

বাংলাতেও আগামী ছবি পরিকল্পনা করছেন জিৎ। এর আগে খরাজ মুখোপাধ্যায়কে (Khoraj Mukherjee) নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন জিৎ। খরাজ গানও গেয়েছিলেন এই মিউজিক ভিডিওতে।
8/10

অন্যদিকে, সায়ন্তনী গুহ ঠাকুরতা 'সেদিন কুয়াশা ছিল' ছবিতেও অভিনয় করেছেন। অর্ণব মিদ্যা এই ছবির পরিচালক। ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন দুই বর্ষীয়াণ শিল্পী, পরাণ বন্দ্যোপাধ্যায় ও লিলি চক্রবর্তী। এছাড়া ছবিতে অভিনয় করেছেন সায়ন্তনী গুহঠাকুরতা, জিতু কামাল, অবন্তিকা বিশ্বাস প্রমুখ।
9/10

প্রসঙ্গত, এই ছবি দিয়েই বড়পর্দায় পা রাখতে চলেছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায়। ছবিতে পরান-লিলির ছেলের চরিত্রে অভিনয় করেছেন জিতু কামাল ও তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে সায়ন্তনী গুহঠাকুরতাকে।
10/10

ছবিতে এক স্কুল শিক্ষিকার চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে। এই গানের সঙ্গীত পরিচালনা ও গীতিকার দুইই প্রাজ্ঞ দত্ত। প্রযোজনায় ম্যাজিক লাইট প্রযোজনা সংস্থা।
Published at : 17 Aug 2023 03:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
আইপিএল
খবর
Advertisement
ট্রেন্ডিং
