এক্সপ্লোর
Shah Rukh Khan:অর্থনীতিতে স্নাতক, পড়াশোনা করেন মাস কমিউনিকেশন নিয়েও! জেনে নিন বলিউড বাদশার শিক্ষাগত যোগ্য়তা
Shah Rukh Khan: তাঁকে বলা হয় বলিউডের বাদশা। শিক্ষাগত যোগ্য়তায়ও তাঁর সমতুল্য় পাওয়া মুশকিল।
জেনে নিন বলিউড বাদশার শিক্ষাগত যোগ্য়তা
1/8

দিল্লির কলোম্বিয়া স্কুল থেকে তিনি পড়াশোনা ও খেলায় ভাল পারফর্মেন্সের জন্য় পুরস্কৃত হন।
2/8

কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য় তিনি স্কুল থেকে সর্বোচ্চ সম্মানে পুরস্কৃত হন।
3/8

বেশকিছুদিন দিল্লির থিয়েটার অ্য়াকশন গ্রুপে বেরি জনের অধীনে প্রশিক্ষন নেন কিং খান।
4/8

হংসরাজ কলেজ থেকে তিনি অর্থনীতিতে ব্য়াচেলার ডিগ্রি লাভ করেন।
5/8

হংসরাজ কলেজ থেকে পাশ করে তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া কলেজে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শুরু করেন। তবে তা মাঝপথে ছেড়ে তিনি অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন।
6/8

কেরিয়ার শুরুর প্রথম দিকে তিনি দিল্লির ন্য়াশলান স্কুল অফ ড্রামায় প্রশিক্ষণ গ্রহণ করেন।
7/8

২০১৬তে হংসরাজ কলেজ থেকে পাশ করার ২৮বছর পর ব্য়াচেলর ডিগ্রির সার্টিফিকেট পান অভিনেতা।
8/8

১৯৮৯ সালে টিভি শো 'ফউজি'-র হাত ধরে অভিনয় জীবন শুরু করেন তিনি।
Published at : 27 Jul 2023 03:52 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















