এক্সপ্লোর
Sharman Joshi Birthday: নিজে জাত শিল্পী, পরিবারের সকলেই স্বনামধন্য, বলিউডে তবু 'ব্যাকবেঞ্চার' শরমন
ছবি: অভিনতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

প্রতিভাধর অভিনেতার সংখ্যা কম নয় বলিউডে। কিন্তু তাঁদের মধ্যে কত জন সমাদৃত হন, প্রাপ্য সম্মানটুকুই বা কত জন পান, তা নিয়ে বিতর্ক একেবারে গোড়া থেকেই। সাম্প্রতিককালে যাঁরা এই প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন শরমন জোশী।
2/10

অভিনয় ক্ষমতা হোক বা ছবির চয়ন, প্রত্যেক ক্ষেত্রেই দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। তার পরেও বলিউডের প্রথম সারির অভিনেতা গন্য হওয়া তো দূর, দ্বিতীয়-তৃতীয় সারিতেও অন্তর্ভুক্ত করা হয় না তাঁকে। জন্মদিনে ফিরে দেখা অভিনেতার জীবনের ওঠাপড়া।
Published at : 28 Apr 2022 04:36 PM (IST)
আরও দেখুন






















