এক্সপ্লোর
Sharmila Tagore unknown stories: সত্যজিৎ রায় থেকে শুরু করে শাম্মি কপূর.. শ্যুটিংয়ে শর্মিলার অদ্ভুত সব অভিজ্ঞতা
Sharmila Tagore: 'বাবার সঙ্গে কথা বলেছিলেন খোদ সত্যজিৎ রায়। তখন 'পথের পাঁচালি' কিংবদন্তি। বাবা বুঝেছিলেন অপর্ণার চরিত্রে সুযোগ পাওয়া কতটা সম্মানের', স্মৃতিচারণায় শর্মিলা
স্কুলের বাইরে সত্যজিতের 'স্পাই', ১৩ বছরের শর্মিলা অজান্তেই হয়ে গেলেন 'অপর্ণা'
1/10

রাজেশ খন্না থেকে শুরু করে ধর্মেন্দ্র, কেরিয়ারে একাধিক মহাতারকার সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন তিনি। তবে শাম্মি কপূরের সঙ্গে সিনেমা করতে গিয়ে যেন সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore)।
2/10

সম্প্রতি কপিল শর্মার (Kapil Sharma) শোয়ে এসেছিলেন শর্মিলা। সেখানে রুপোলি জগতে তাঁর কেরিয়ারের নানা ঘটনার গল্প উঠে আসে। টয় ট্রেনে চেপে জানালার ধারে বই পড়তে পড়তে তাঁর সফর আর পাহাড়ের খাদের ধার ঘেঁষে জিপে সওয়ার রাজেশ খন্নার কণ্ঠে সেই অমর সঙ্গীত, ‘মেরি স্বপ্নো কী রানি কব আয়েগি তু?’ সেই প্রসঙ্গও তোলেন সঞ্চালক কপিল।
Published at : 11 Jan 2024 12:44 PM (IST)
আরও দেখুন






















