এক্সপ্লোর
Sidharth Shukla Death:শুধু সিদ্ধার্থ শুক্লাই নন, এভাবে অকালে চলে গিয়েছেন আরও অনেক তারকা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/03/d68c0165eb0d5c319855e5e2c48491b8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Sidharth Shukla Death
1/11
![চল্লিশেই থামল অভিনেতা সিদ্ধার্থ শুক্লার পথচলা। ঘুমের মধ্যেই চিরঘুমের দেশে চলে গেলেন অভিনেতা। শুধু সিদ্ধার্থ নন,এভাবেই অকালে মর্মান্তিকভাবে হারিয়ে গিয়েছেন ইন্ডাস্ট্রির আরও অনেকেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/03/91cdd387f6007632bae70a0d3795a41c1edd7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চল্লিশেই থামল অভিনেতা সিদ্ধার্থ শুক্লার পথচলা। ঘুমের মধ্যেই চিরঘুমের দেশে চলে গেলেন অভিনেতা। শুধু সিদ্ধার্থ নন,এভাবেই অকালে মর্মান্তিকভাবে হারিয়ে গিয়েছেন ইন্ডাস্ট্রির আরও অনেকেই।
2/11
![টেলিভিশনের সবচেয়ে দামী তারকাদের অন্যতম সিদ্ধার্থ শুক্লা। সাফল্যের শীর্ষেই বন্ধ হল হৃদযন্ত্র! মাত্র ৪০ বছর বয়সে থেমে গেল প্রতিভাবান অভিনেতার জীবনের পথচলা। ৪০ বছর বয়সেই নিভে গেল জীবন দীপ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/03/7ddbe3c6bcc34f8d9f82b16329c7e6c60f543.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টেলিভিশনের সবচেয়ে দামী তারকাদের অন্যতম সিদ্ধার্থ শুক্লা। সাফল্যের শীর্ষেই বন্ধ হল হৃদযন্ত্র! মাত্র ৪০ বছর বয়সে থেমে গেল প্রতিভাবান অভিনেতার জীবনের পথচলা। ৪০ বছর বয়সেই নিভে গেল জীবন দীপ।
3/11
![সিদ্ধার্থর মতোই ২০২০-তে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু সারা দেশকেই বিস্ময়ে হতবাক করে দিয়েছিল। মাত্র ৩৪ বছরে তাঁর মৃত্যু হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/03/0ce0e31a77506fc79a268603d93d11323c4af.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিদ্ধার্থর মতোই ২০২০-তে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু সারা দেশকেই বিস্ময়ে হতবাক করে দিয়েছিল। মাত্র ৩৪ বছরে তাঁর মৃত্যু হয়।
4/11
![বলিউড ও হলিউডে তাঁর দুরন্ত অভিনয়ে অনুরাগীদের মন কেড়েছিলেন অভিনেতা ইরফান খান। তিনিও ২০২০-তে মাত্র ৫৪ বছরে প্রয়াত হয়েছেন। গত বছরের ২৯ এপ্রিল মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/03/c904510f75b21ffa3fd4a01f84b60fa994380.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউড ও হলিউডে তাঁর দুরন্ত অভিনয়ে অনুরাগীদের মন কেড়েছিলেন অভিনেতা ইরফান খান। তিনিও ২০২০-তে মাত্র ৫৪ বছরে প্রয়াত হয়েছেন। গত বছরের ২৯ এপ্রিল মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
5/11
![প্রখ্যাত সঙ্গীতকার ওয়াজিদ খান কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। কিডনি ট্রান্সপ্ল্যান্টের পর পরিস্থিতির অবনতি হলে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর মাত্র ৪২ বছরে মারা যান তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/03/b590a9381fb4b185f1e99b2b2be49462c32e3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রখ্যাত সঙ্গীতকার ওয়াজিদ খান কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। কিডনি ট্রান্সপ্ল্যান্টের পর পরিস্থিতির অবনতি হলে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর মাত্র ৪২ বছরে মারা যান তিনি।
6/11
![বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী সৌন্দর্যাও খুব অল্প বয়সেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। সৌন্দর্যা বলিউড ছাড়াও কন্নড়, তামিল, মালায়লম সিনেমাতেও কাজ করেছেন। কিন্তু মাত্র ২৮ বছর বয়সে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/03/e3b1a77b4332f0390a86cc724f5e19e6abe0e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী সৌন্দর্যাও খুব অল্প বয়সেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। সৌন্দর্যা বলিউড ছাড়াও কন্নড়, তামিল, মালায়লম সিনেমাতেও কাজ করেছেন। কিন্তু মাত্র ২৮ বছর বয়সে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
7/11
![টেলি সিরিয়াল বালিকা বধূ-র মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। প্রত্যুষা ও সিদ্ধার্থ-দুজনেই বালিকা বধূ-র লিড রোলে ছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/03/6c73dec83ed09a8eedecef894d45cdc49b0fd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টেলি সিরিয়াল বালিকা বধূ-র মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। প্রত্যুষা ও সিদ্ধার্থ-দুজনেই বালিকা বধূ-র লিড রোলে ছিলেন।
8/11
![টেলিভিশন শো অন্ত হী আরম্ভ হ্যায়-তে দেবরাজ ইন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল গগন কাঙ-কে। মাত্র ২৮ বছর বয়সে তিনি মারা যায়। শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/03/980545b2fb6111d8e118517f424e5af02133e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টেলিভিশন শো অন্ত হী আরম্ভ হ্যায়-তে দেবরাজ ইন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল গগন কাঙ-কে। মাত্র ২৮ বছর বয়সে তিনি মারা যায়। শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
9/11
![কুমকুম, কুসুম, হিপ হিপ হুরে, রিস্তে-র তো টেলিভিশন সিরিয়ালের অভিনেতার কুলজীত রান্ধোয়া প্রেমে আঘাত পেয়ে ২০০৬-এ মাত্র ৩০ বছর বয়সে আত্মঘাতী হয়েছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/03/91a5cf2691ead0030f5c3529104decfe704c1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কুমকুম, কুসুম, হিপ হিপ হুরে, রিস্তে-র তো টেলিভিশন সিরিয়ালের অভিনেতার কুলজীত রান্ধোয়া প্রেমে আঘাত পেয়ে ২০০৬-এ মাত্র ৩০ বছর বয়সে আত্মঘাতী হয়েছিলেন।
10/11
![জনপ্রিয় টেলি সিরিয়াল সঞ্জীবনী-অ্যা মেডিক্যাল বুন-এ চিকিৎসক ওমি-র চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন সঞ্জীত বেদি। ২০১৫-তে মস্তিষ্ক সংক্রান্ত অসুস্থতায় মাত্র ৪০ বছরে প্রয়াত হন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/03/13b650923d7f7f8269a47898c2215d318e9fc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জনপ্রিয় টেলি সিরিয়াল সঞ্জীবনী-অ্যা মেডিক্যাল বুন-এ চিকিৎসক ওমি-র চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন সঞ্জীত বেদি। ২০১৫-তে মস্তিষ্ক সংক্রান্ত অসুস্থতায় মাত্র ৪০ বছরে প্রয়াত হন তিনি।
11/11
![কুসুম ও কুমকুম ভাগ্য-র মতো সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেতা আবীর গোস্বামীকে। মাত্র ৩৮ বছরে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/03/38fadf29e18e74ede297767ca50a5721557e5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কুসুম ও কুমকুম ভাগ্য-র মতো সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেতা আবীর গোস্বামীকে। মাত্র ৩৮ বছরে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছিল।
Published at : 03 Sep 2021 11:29 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)