এক্সপ্লোর
Anupam Roy: দেখতে দেখতে ৪১ এর ঘরে পা, গান থেকে ছোট গল্পের আঙিনায় এক আলোকবর্ষ অনুপম
Anupam Roy's birth day: দেখতে দেখতে ৪১ এ পা, আজ অনুপম রায়ের জন্মদিন। প্রতিবারের মতোই অনুরাগী উচ্ছ্বাসে ভেসেছেন। তার গান ভক্তদের কণ্ঠে ঘুরে বেড়াচ্ছে করিডোর বেয়ে বারান্দায়।

৪১ এর ঘরে পা, গান থেকে ছোট গল্পের আঙিনায় এক আলোকবর্ষ অনুপম
1/10

দেখতে দেখতে ৪১ এ পা, গান থেকে ছোট গল্পের আঙিনায় এক আলোকবর্ষ অনুপম রায়।
2/10

স্কুল জীবনে তো বটেই, কলেজ জীবনেও চুটিয়ে খেলেছেন তিনি।
3/10

তবে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সময় সঙ্গী ছিল গিটার। তবে গানটা শুরু কিন্তু কলেজে মোটেই নয়।
4/10

গানের পরিবেশেই বড় হয়ে উঠেছেন অনুপম রায়। বাড়িতে সঙ্গীতচর্চাটা পরিবার থেকেই পেয়েছেন।
5/10

আধুনিক গান শুনে ভাললাগা শুরু। নিজেও কবিতা লেখার পাশাপাশি দেওয়া শুরু করলেন সুর। সেই শুরু।
6/10

তবে বাংলা নাটকে গান লিখতে লিখতে ব্যাঙ্গালুরুতে চাকরি পাওয়া এই মানুষটা যদিও কোনও সীমানায় আটকে রেখে গান লেখেননি।
7/10

তার জীবনে বিশেষ করে ছোটবেলায় আব্বাস কিওরোস্তামির নির্বাক ছবির প্রভাব পড়েছিল।
8/10

বাড়িতে নিয়মিত গানের পরিবেশ। তাইতো তার গানে এতো বৈচিত্র। জীবন দর্শন লক্ষ্য করা যায়। তবে তিনি আজও ছোটগল্পের প্রতি ভালবাসা অটুট রেখেছেন।
9/10

উঠে আসে পাতিলেবুর মতো গল্প। তবে শুধু গল্প, পদ্য, গানেই নিজেকে আটকে রাখেননি। এখনও পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। খেলেন ক্যারামও।
10/10

আজ তার জন্মদিন। প্রতিবারের মতোই অনুরাগী উচ্ছ্বাসে ভেসেছেন। তার গান ভক্তদের কণ্ঠে ঘুরে বেড়াচ্ছে করিডোর বেয়ে বারান্দায়।
Published at : 29 Mar 2023 04:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
