এক্সপ্লোর
Sohail Khan Birthday: একছাদের নীচে থাকেন না স্ত্রী, বরাবরই প্রচারের আলো থেকে দূরে সলমনের এই ভাই
সোহেল খান। ছবি: পরিচালক তথা অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/11

পরিচালক থেকে অভিনয়ে এসেছিলেন। কিন্তু ক্যামেরার পিছনেই থাকাই পছন্দ সলমন খানের ছোট ভাই সোহেল খানের। তিন ভাইয়ের মধ্যে ছোট হলেও, তাঁর কাঁধেই দায়দায়িত্ব বেশি।
2/11

সলমনকে নায়ক করে 'প্যায়ার কিয়া তো ডরনা ক্য়ায়া', 'জয় হো'-র মতো ছবি বানিয়েছেন। 'ম্য়ায়নে দিল তুঝকো দিয়া', 'কৃষ্ণা কটেজ'-এর মতো ছবিতে অভিনয়ও করেছেন। কিন্তু নায়ক হতে পারেননি।
Published at : 20 Dec 2021 07:45 PM (IST)
আরও দেখুন






















