এক্সপ্লোর
Sonakshi Sinha: বিয়েতে আসতে হলে আমন্ত্রিতদের মানতে হবে একাধিক নিয়ম, তালিকা তৈরি করে পাঠালেন সোনাক্ষী
Sonakshi Marriage: সোনাক্ষীর বিয়ের আয়োজন হয়েছে বান্দ্রায় তাঁর নিজের বাড়িতেই। অতিথির সংখ্যা কম বলেই নিজের বাড়িতে বিয়ের আয়োজন করেছেন তিনি
সোনাক্ষীর বিয়ের আয়োজন হয়েছে বান্দ্রায় তাঁর নিজের বাড়িতেই
1/10

চর্চায় অভিনেত্রী সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha)। শোনা যাচ্ছে, রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসলে চলেছেন তিনি। পাত্র জাহির ইকবাল।
2/10

শোনা যাচ্ছে, ভিন্ন ধর্মে বিয়ে বলে নাকি এই বিয়েতে রাজি নন সোনাক্ষীর পরিবার। তাঁর বিয়ে নিয়ে মুখও খোলেননি পরিবারের কেউই, এমনকি শত্রুঘ্ন সিহনাও।
Published at : 19 Jun 2024 11:38 AM (IST)
আরও দেখুন






















