এক্সপ্লোর
Sourav Ganguly on Sana: 'কোলে নিতে ভয় পেতাম, এখন সানা বাবাকে পকেটে রাখে', মেয়েকে নিয়ে আবেগে ভাসলেন সৌরভ
Sourav Ganguly: 'ছোটবেলায় সানাকে কোলে নিতে ভয় পেতাম', মেয়েকে নিয়ে নস্ট্যালজিক সৌরভ
'ছোটবেলায় সানাকে কোলে নিতে ভয় পেতাম', মেয়েকে নিয়ে নস্ট্যালজিক সৌরভ
1/10

'দাদাগিরি'-র মঞ্চ যেমন প্রতিযোগিতার মঞ্চ, তেমন সেখানে উঠে আসে বিভিন্ন ব্যক্তিগত কথাও। কখনও তা প্রতিযোগীদের কাছ থেকে, কখনও আবার স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-র থেকেই। (ছবি সৌজন্য: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পেজ)
2/10

'দাদা'-র পরিবার, ব্যক্তিগত অভিজ্ঞতা এই সবকিছু জানতেই মুখিয়ে থাকেন অনুরাগীরা। আর সদ্য, একটি এপিসোডে একমাত্র কন্যা সানাকে নিয়ে আবেগে ভাসলেন সৌরভ। প্রতিযোগীদের সঙ্গে শেয়ার করে নিলেন, মেয়ের ছোটবেলার কথা। (ছবি সৌজন্য: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পেজ)
Published at : 30 Mar 2024 12:57 AM (IST)
আরও দেখুন






















