এক্সপ্লোর
Advertisement

Nayanthara: দক্ষিণের প্রথম সারির অভিনেত্রী, সম্পর্ক থেকে সারোগেসি, বরাবর চর্চায় থেকেছেন নয়নতারা
South Star Nayanthara: দক্ষিণের ইন্ডাস্ট্রি কাঁপানোর পর বলিউডে পা রাখছেন 'লেডি সুপারস্টার' নয়নতারা। ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত 'জওয়ান'। এক ঝলকে তাঁকে নিয়ে তৈরি হওয়া একাধিক বিতর্ক।

ছবি সৌজন্য: ট্যুইটার
1/10

১৮ নভেম্বর, ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন ডিয়ানা মারিয়াম কুরিয়ান ওরফে নয়নতারা। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের অন্যতম তিনি। নয়নতারা কেরলের মেয়ে।
2/10

২০০৩ সালে মালয়লম ছবি 'মনসসিনাক্করে'র হাত ধরে অভিনয়ে ডেবিউ। ২০০৫ সালে তিনি পা রাখেন তামিল ইন্ডাস্ট্রিতে 'আইয়া' ছবির হাত ধরে। সেই থেকে তামিল, তেলুগু ও মালয়লম ছবির অত্যন্ত পরিচিত নাম নয়নতারা। জিতেছেন অজস্র পুরস্কার। এবার তিনি তৈরি হচ্ছেন শাহরুখের বিপরীতে প্রথম বলিউড ছবির জন্য।
3/10

নয়নতারা তাঁর বহুমুখী অভিনয় দক্ষতার জন্য পরিচিত। একাধিক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছে, রোম্যান্টিক চরিত্রেও তাঁর জুড়ি মেলা ভার। তবে কেবল ছবি, অভিনয়ই নয়, নয়নতারা তাঁর 'হাইপ্রোফাইল' সম্পর্কের জন্যও শিরোনামে থেকেছেন।
4/10

সিলমবর্সন, যিনি সিম্বু নামেই বেশি পরিচিত, তাঁর সঙ্গে নয়নতারার সম্পর্ক টিকেছিল দীর্ঘ সময় ধরে। মিডিয়ায় তাঁদের খবর শোনা যেত প্রায়ই। সকলেই যখন ধরে নিয়েছিলেন তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন, তখনই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। খান দুয়েক ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেন যা বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে।
5/10

নয়নতারার জীবনের অন্যতম বড় বিতর্ক ছিল ভারতীয় কোরিওগ্রাফার, পরিচালক প্রভু দেবার সঙ্গে তাঁর সম্পর্ক। বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে ভালবাসার সূত্রপাত, যা বিনোদন ইন্ডাস্ট্রির অন্যতম চর্চার বিষয় হয়ে ওঠে। প্রভু দেবা যেহেতু ততদিনে বিবাহিত ফলে নয়নতারার সঙ্গে তাঁর সম্পর্ক সমালোচিত হয়। তবে শেষ পর্যন্ত তাঁদের বিচ্ছেদ হয়।
6/10

প্রভু দেবার সঙ্গে নয়নতারার সম্পর্ক স্বল্প সময়ের এনগেজমেন্ট পর্যন্ত গড়িয়েছিল। যার ফলে শোনা গিয়েছিল যে তাঁরা গাঁটছড়া বাঁধবেন। যদিও আনুষ্ঠানিকভাবে তাঁরা কখনও বিয়ে করেননি। সম্পর্কও কালক্রমে শেষ হয়। নয়নতারার জীবনের এই ব্যক্তিগত পর্ব মিডিয়ায় বিপুলভাবে ঝড় তোলে।
7/10

নয়নতারার সন্তানসম্ভবা হওয়া নিয়েও চর্চা নেহাত কম হয়নি। গুঞ্জন শোনা যায় যে অভিনেত্রী সারোগেসি করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই সমস্ত ব্যাপারে অভিনেত্রী জনসমক্ষে কোনওদিন কোনও উত্তর দেননি, মুখ খোলেননি। ফলে গোটা ঘটনা নিয়ে রহস্য আজও রয়েছে।
8/10

পরিচালক ভিগনেশ শিবনের সঙ্গে নয়নতারার সম্পর্ক এরপর মিডিয়ার শিরোনামে ওঠে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেতে থাকে, সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে ছবি দেখা যায় তাঁদের। যখন তাঁদের নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে, তখনও নিজের ব্যক্তিগত জীবন গোপনই রাখার চেষ্টা করেছেন অভিনেত্রী। এখন তাঁরা দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন।
9/10

তবে চর্চিত ব্যক্তিগত জীবনই নয়, নিজের কেরিয়ারজুড়ে সহ অভিনেতা ও পরিচালকদের সঙ্গে একাধিক বাদানুবাদের শিকারও হয়েছেন তিনি এবং তার জন্য থেকেছেন চর্চায়। তবে অভিনেত্রী মূলত নিজের কাজের প্রতি ফোকাস রেখেছেন, এবং সর্বসমক্ষে এই ধরনের সমস্যা সম্পর্কে কখনও মুখ খোলেননি।
10/10

এত বিতর্ক ও ব্যক্তিগত সমালোচনা সত্ত্বেও নিজের কাজে, অভিনয় দক্ষতায়, প্রতিভায় উত্তরোত্তর শ্রীবৃদ্ধিই হয়েছে অভিনেত্রীর। দক্ষিণ ভারতে তিনি 'লেডি সুপারস্টার' নামে পরিচিত। এছাড়াও নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখে তাঁর কাজ দিয়ে কথা বলারই বেশি পক্ষপাতী তিনি, এবং সাফল্যের সঙ্গে সেই ধারা বজায় রেখেছেন নয়নতারা।
Published at : 21 Aug 2023 02:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
