এক্সপ্লোর
Dev: কারও 'গসিপ পার্টনার', কেউ নিজেই তাঁর ভক্ত! দেবকে নিয়ে কী কী বললেন তাঁর নায়িকারা?
Dev Completed 20 Years: দেবকে দরাজ সার্টিফিকেট নায়িকাদের
কারও 'গসিপ পার্টনার', কেউ নিজেই তাঁর ভক্ত! দেবকে নিয়ে কী কী বললেন তাঁর নায়িকারা?
1/10

পায়ে পায়ে, টলিউডে ২০ বছর পার করে ফেললেন তিনি। এই ২০ বছর যেন রূপকথা, শূন্য থেকে শুরু করার গল্প। শনিবার, 'রঘু ডাকাত'-এর ট্রেলার লঞ্চে উদযাপন করা হল দেবকে। তাঁর সঙ্গে কাজ করেছেন যাঁরা যাঁরা, পরিচালক থেকে প্রযোজক, টেকনিসিয়ান্স.. প্রত্যেকেই মঞ্চে উপস্থিত হয়ে ভাগ করে নেন দেবের সঙ্গে ব্যক্তিগত স্মৃতি।
2/10

এদিন মঞ্চে 'রঘু ডাকাত'-এর গানে খাঁড়া হাতে নাচ করে দেব। তবে এদিন তিনি আরও বেশি করে রোম্যান্টিক নায়ক। ইধিকা, শ্রাবন্তী, নুসরত, সায়ন্তিকা, পূজা আর কোয়েলের সঙ্গে দুর্দান্ত পারফর্মম্যান্স করে নস্ট্যালজিয়া ফেরালেন দেব, পাশাপাশি করলেন সিনেমার প্রচার ও।
Published at : 21 Sep 2025 02:25 PM (IST)
আরও দেখুন






















