এক্সপ্লোর
Srijit Birthday Celebration: মিথিলাকে পাশে নিয়ে কেক কাটলেন পরিচালক, সৃজিতের জন্মদিন 'দশম অবতার'-ময়
Dawshom Awbotaar Trailer: ৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ট্রেলারকে প্রসেনজিৎ-ময় বললে অত্যুক্তি হবে না মোটেই। তবে তার পাশাপাশি নিজের আন্দাজে নজর কেড়েছেন অনির্বাণও
থ্রিলারেও প্রেম, সুর, অ্যাকশন.. সৃজিতের 'দশম অবতার'-এর ঝলকে '২২ শে শ্রাবণ' স্মৃতি
1/10

তাঁর প্রেম নাকি সিনেমা! আর সেই সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র জন্মদিনে সিনেমার ছোঁয়া থাকবে না তাও কি হয়! শহরের একটি হোটেলে আয়োজন করা হয়েছিল পরিচালকের জন্মদিনের পার্টির।
2/10

সেখানে একদিকে যেমন হাজির রইলেন ইন্ডাস্ট্রির বন্ধুরা, তেমনই দেখানো হল সৃজিতের আগামী ছবি 'দশম অবতার' (Dasham Avtaar)-এর ট্রেলারের ঝলক। এরপরে আজ, সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল ছবির ট্রেলার।
3/10

সৃজিতের জন্মদিন উদযাপনে একদিকে এসেছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), যীশু সেনগুপ্ত (Jissu Sengupta), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), জয়া আহসান (Jaya Ahsaan)-এর মতো সৃজিতের নতুন ছবির 'অবতার'-রা
4/10

তেমনই হাজির ছিলেন 'দেব' (Ditipriya Roy), ইমন চক্রবর্তী (Iman Chakraborty), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও প্রায় গোটা ইন্ডাস্ট্রিই। ছিলেন সৃজিতের পত্নী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)-ও।
5/10

স্ত্রী মিথিলাকে পাশে নিয়ে কেক কাটেন সৃজিত। মঞ্চে হাজির ছিলেন দশম অবতারের কলাকুশলী ও প্রযোজকও।
6/10

সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র সব পছন্দের অভিনেতা-অভিনেত্রীরা যদি এক জায়গায় থাকেন, তাহলে সেই ছবির ট্রেলার যে জমজমাট হবে.. তা বলাই বাহুল্য।
7/10

টানটান থ্রিলারেও যে মনছোঁয়া সুর থাকতে পারে, প্রেমের আবেদন থাকতে পারে, আবার থাকতে পারে দুর্ধর্ষ অ্যাকশন.. সেটাই দেখিয়ে দিলেন সৃজিত। মুক্তি পেল 'দশম অবতার' (Doshom Avtaar)-এর ট্রেলার।
8/10

৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ট্রেলারকে প্রসেনজিৎ-ময় বললে অত্যুক্তি হবে না মোটেই। তবে তার পাশাপাশি নিজের আন্দাজে নজর কেড়েছেন অনির্বাণও।
9/10

নেতিবাচক ভূমিকায় এর আগে বহুবার অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন যীশু সেনগুপ্ত। বিশেষত সৃজিতের 'জুলফিকর' ছবিতে যীশুর সাংঘাতিক অভিনয় মনে রাখার মতো। দশম অবতারেও নেতিবাচক চরিত্রে যীশু বেশ নতুন কিছু দর্শকদের উপহার দেবেন এই প্রত্যাশা করা যায় ট্রেলার দেখেই।
10/10

ট্রেলারে বলা চলে অনির্বাণের দুই রূপ দেখা গিয়েছে। একদিকে যেমন তিনি দুঁদে পুলিশ অফিসার, অন্যদিকে প্রেমিকও। এক ঝলকে জয়া ও অনির্বাণের ঘনিষ্ট মুহূর্তও নজর কেড়েছে। সব মিলিয়ে ট্রেলারেই সৃজিত দেখালেন, এই বছরের পুজোয় তাঁর ঝুলিতে কী রয়েছে।
Published at : 24 Sep 2023 12:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























