এক্সপ্লোর
Raj-Subhashree: জন্মাষ্টমীতে ইউভানকে নিয়ে খোশমেজাজে ফ্রেমবন্দি রাজ-শুভশ্রী
Tollywood News: কদিন আগেই বাড়ির উঠানে জমা বৃষ্টির জল ঝাঁট দিতে দেখা গিয়েছিল ছোট্ট ইউভানকে।

জন্মাষ্টমীতে ইউভানকে নিয়ে খোশমেজাজে ফ্রেমবন্দি রাজ-শুভশ্রী
1/8

এই মুহূর্তে ছেলে ইউভানকে নিয়ে জন্মাষ্টমী কাটাচ্ছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিতেই স্পষ্ঠ যে, রাজ চক্রবর্তীর হালিশহরের পৈতৃক বাড়িতে জন্মাষ্টমী পালিত হচ্ছে।
2/8

আর সেখান থেকে নানান মুহূর্তের ছবি সোশ্য়াল মিডিয়ায় নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী শুভশ্রী।
3/8

ছবিতে অফ-হোয়াইট রঙের একটি সালোয়ার কুর্তার সঙ্গে লাল বাঁধনি প্রিন্টের ওড়নায় ধরা দিয়েছেন শুভশ্রী। সিঁথিতে সিঁদুর, ঠোঁটে লিপস্টিক আর কপালে পুজোর টিপ পরে ফ্রেমবন্দি হয়েছিলেন অভিনেত্রী।
4/8

অন্য়দিকে রাজ পরেছিলেন সাদা পাঞ্জাবি। অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে ছোট্ট ইউভানও। নীল পাঞ্জাবি আর ধুতিতে ইউভানই যেন ছোট্ট গোপাল।
5/8

ছবি দেখে বোঝা যাচ্ছে, গাঁদা ফুলের মালায় সাজিয়ে তোলা হয়েছিল রাজ চক্রবর্তীর হালিশহরের পৈতৃক বাড়ি। একটি ছবিতে বাড়ির সামনে বাঁধানো পুকুর ঘাটে বসে থাকতে দেখা যাচ্ছে শুভশ্রীকে। অন্য় ছবিতে,মায়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ইউভানকে। আবার অন্য় ছবিতে রাজ-শুভশ্রী-ইউভান তিন জনকেই খোশমেজাজে ফ্রেমবন্দি হতে দেখা গেছে।
6/8

উল্লেখ্য়, কদিন আগেই বাড়ির উঠানে জমা বৃষ্টির জল ঝাঁট দিতে দেখা গিয়েছিল ছোট্ট ইউভানকে। আবার কখনও রাজের বাড়ির পুকুরে ছিপ নিয়ে মাছ ধরতে দেখা গিয়েছে শুভশ্রী-পুত্রকে। সেই ছোট ছোট মুহূর্তগুলিই ফ্রেমবন্দি করেছিলেন শুভশ্রী।
7/8

প্রসঙ্গত, কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে 'আবার প্রলয়'(Abar Proloy)- হাত ধরে আত্মপ্রকাশ করেছেন রাজ চক্রবর্তী।
8/8

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) প্রযোজিত এই সিরিজে ব্যাকব্রাশ করা চুলে, এক্কেবারে অ্যাকশন হিরো হিসেবে দেখা মিলেছিল শাশ্বতর। সিরিজটিতে নেতিবাচক ভূমিকা অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী।
Published at : 07 Sep 2023 09:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
