এক্সপ্লোর
Subhasree-Raj: রাজ শেয়ার করছেন শ্যুটিংয়ের ছবি.. মা শুভশ্রী ফিরলেন ইউভান-ইয়ালিনির কাছে
Subhasree Ganguly: মনখারাপ কাটল শুভশ্রীর, শ্যুটিং শেষে ছেলেমেয়ের সঙ্গে 'কোয়ালিটি টাইম' নতুন মায়ের

মনখারাপ কাটল শুভশ্রীর, শ্যুটিং শেষে ছেলেমেয়ের সঙ্গে 'কোয়ালিটি টাইম' নতুন মায়ের
1/10

নতুন ছবি 'বাবলি' (Babli)-র শ্যুটিংয়ের জন্য শহর ছেড়েছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সঙ্গে ছিলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-ও।
2/10

তবে, বাড়িতে রয়েছে একরত্তিরা... মা শুভশ্রীর তাই মন পড়েছিল বাড়িতেই। দ্বিতীয়বার মা হওয়ার পরে, এই শ্যুটিং ফ্লোরে ফিরলেন শুভশ্রী।
3/10

বাড়িতে ছোট্ট ছেলে ইউভান আর একরত্তি মেয়ে ইয়ালিনি। আর ফেরার পরে, খুদেদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী।
4/10

রাজের নতুন ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আবির-শুভশ্রীকে। তাঁরা ছাড়াও, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সৌরসেনী মৈত্র (Souraseni Maitra)।
5/10

সকালে সোশ্যাল মিডিয়ায় ৩টি ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। তার প্রথম দুটিতে শুভশ্রীর কাঁধে বসে রয়েছে ইউভান। দু-হাতে খুদে জড়িয়ে রয়েছে মাকে। শুভশ্রীর চোখে চশমা, নো মেকআপ লুক।
6/10

তৃতীয় ছবিটি ছোট্ট ইয়ালিনির। এখনও তার ছবি প্রকাশ্যে আনেননি রাজ বা শুভশ্রী কেউই। ইয়ালিনিকে আড়ালেই রাখতে পছন্দ করছেন তাঁরা। আর তাই, খুদের কেবল দুটি পায়ের ছবিই দিয়েছেন শুভশ্রী।
7/10

অন্যদিকে রাজ শেয়ার করে নিয়েছেন শ্যুটিং ফ্লোরের বেশ কিছু ছবি। উত্তরবঙ্গে শ্যুটিং হয়েছে এই ছবির। ফ্লোরের কিছু ছবি শেয়ার করে নিয়েছেন রাজ।
8/10

সেখানে অনেকেই জানিয়েছেন, অধীর আগ্রহে ছবিটির জন্য অপেক্ষা করছেন তাঁরা।
9/10

সম্প্রতি বেশ কিছু ছবিতে অন্য ধারার গল্প বলে দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন রাজ। আর তাই, 'বাবলি'-র জন্যও অধীর আগ্রহে অপেক্ষা রয়েছে দর্শকদের।
10/10

বুদ্ধদেব গুহ (Buddhadev Guha)-র প্রেমের উপন্যাস 'বাবলি'। তাই অনুসারেই তৈরি হচ্ছে ছবি।
Published at : 07 Feb 2024 01:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
