এক্সপ্লোর
Success Story: একসময় স্টেশনেই রাত কাটিয়েছেন 'পঞ্চায়েত'-এর প্রহ্লাদ, ৭০০ টাকা বেতনে কাজ শুরু- আজ কীভাবে জনপ্রিয় তিনি ?
Faisal Malik Life Story: 'পঞ্চায়েত' সিরিজের বিখ্যাত 'প্রহ্লাদ চা'। অভিনয়গুণেই দর্শকের মন জয় করেছেন তিনি। পরপর তিনটি সিজনে সমানতালে অভিনয় করে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। তাঁর জীবনেও ছিল কঠিন লড়াই।
ছবি- ফয়জল মালিকের ইনস্টাগ্রাম থেকে
1/10

'পঞ্চায়েত' সিরিজের বিখ্যাত 'প্রহ্লাদ চা'। অভিনয়গুণেই দর্শকের মন জয় করেছেন তিনি। পরপর তিনটি সিজনে সমানতালে অভিনয় করে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। ছবি- ফয়জল মালিকের ইনস্টাগ্রাম থেকে
2/10

'প্রহ্লাদ জী'র আসল নাম ফয়জল মালিক। পঞ্চায়েতের আগে অনুরাগ কাশ্যপের পরিচালিত 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিতে ইনস্পেক্টর গোপাল সিংয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। ছবি- ফয়জল মালিকের ইনস্টাগ্রাম থেকে
Published at : 02 Jun 2024 03:06 PM (IST)
আরও দেখুন






















