এক্সপ্লোর
Boota Singh and Zainab: পাকিস্তান থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, বাস্তবের তারা সিংহের পরিণত হয়েছিল মর্মান্তিক, ‘গদর’ ছবির নেপথ্য কাহিনি আজও মোচড় দেয় বুকে
India Partition: বাস্তব কাহিনি অবলম্বনেই তৈরি হয়েছিল ‘গদর’। ছবিতে তারা সিংহ এবং সাকিনার মিলন হলেও, বাস্তবে বুটা সিংহ এবং জাইনাবের মিলন হয়নি। দেশভাগের ক্ষত থাবা বসায় তাঁদের জীবনেও।
‘শহিদ-ই-মহব্বত’...
1/13

দেশভাগের ক্ষত নিয়ে তৈরি হয়েছে ডজন ডজন সিনেমা। বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে কখনও, কখনও আবার বাস্তবের সঙ্গে মেশানো হয়েছে কল্পনাকে। জনপ্রিয় হিন্দি ছবি ‘গদর: এক প্রেম কথা’ও তেমনই এক ছবি। শীঘ্রই মুক্তি পাচ্ছে ছবি সিক্যুয়েল ‘গদর-২’। তার আগে প্রথম ছবিটির নেপথ্যকাহিনী জেনে নেওয়া প্রয়োজন। নেহাত শিল্পীর কল্পনা নয়, ‘গদর’ ছবির গল্প আসলে নেওয়া বাস্তব থেকেই।
2/13

‘গদর’ ছবিতে বিস্তর টানাপোড়েনের পর ‘তারা সিংহ’ এবং ‘সাকিনা’র প্রেমকাহিনী সফল হতে দেখানো হয়েছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি। বরং প্রেমের জন্য শহিদ হতে হয়েছিল বাস্তবের ‘তারা সিংহ’কে। জনমানসে তাই ‘শহিদ-ই-মহব্বত’ হিসেবে রয়ে গিয়েছেন বাস্তবের ‘তারা সিংহ’।
Published at : 10 Aug 2023 07:34 AM (IST)
আরও দেখুন






















