এক্সপ্লোর
Sushmita Sen Update: ছেলে দত্তক নিলেন সুস্মিতা! ভাইরাল ছবি নিয়ে কী বললেন সুন্দরী!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/c8d9c2735ede8dfb271fbac74a52cd62_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সুস্মিতা সেন।
1/11
![২৪ বছর বয়সে জীবনের গতিপথই ঠিক হয় না। সেই সময় একাকী মা হওয়ার সাহস দেখিয়েছিলেন তিনি। প্রাক্তন মিস ইউনিভার্স ফের সন্তান দত্তক নিয়েছেন বলে গুঞ্জনে উত্তাল বলিউড।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/ae566253288191ce5d879e51dae1d8c3c52bb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২৪ বছর বয়সে জীবনের গতিপথই ঠিক হয় না। সেই সময় একাকী মা হওয়ার সাহস দেখিয়েছিলেন তিনি। প্রাক্তন মিস ইউনিভার্স ফের সন্তান দত্তক নিয়েছেন বলে গুঞ্জনে উত্তাল বলিউড।
2/11
![কিন্তু কী বললেন সুস্মিতা? বরাবরের মতোই নিজের ভঙ্গিতেই গুঞ্জনের জবাব দিয়েছেন নায়িকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/8cda81fc7ad906927144235dda5fdf15ea384.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু কী বললেন সুস্মিতা? বরাবরের মতোই নিজের ভঙ্গিতেই গুঞ্জনের জবাব দিয়েছেন নায়িকা।
3/11
![মিস ইউনিভার্স প্রতিযোগিতা জিতে ফিরেছেন সবে। তখনও পায়ের নিচের মাটি শক্ত হয়নি। সেই সময় মেয়ে রেনে-কে দত্তক নেন সুস্মিতা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/799bad5a3b514f096e69bbc4a7896cd98dee1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মিস ইউনিভার্স প্রতিযোগিতা জিতে ফিরেছেন সবে। তখনও পায়ের নিচের মাটি শক্ত হয়নি। সেই সময় মেয়ে রেনে-কে দত্তক নেন সুস্মিতা।
4/11
![তার পর মা-মেয়ের সংসারে এসেছে দ্বিতীয় সদস্যও। সুস্মিতার ছোট মেয়ে আলিশাও দত্তক নেওয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/18e2999891374a475d0687ca9f989d8329f8e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তার পর মা-মেয়ের সংসারে এসেছে দ্বিতীয় সদস্যও। সুস্মিতার ছোট মেয়ে আলিশাও দত্তক নেওয়া।
5/11
![সম্প্রতি দুই মেয়ের সঙ্গে বেরিয়েছিলেন সুস্মিতা। সেখানে তাঁদের সঙ্গে আয়া এবং তাঁর কোলে থাকা বাচ্চা ছেলে নজর কাড়ে সকলের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/032b2cc936860b03048302d991c3498fdd26f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি দুই মেয়ের সঙ্গে বেরিয়েছিলেন সুস্মিতা। সেখানে তাঁদের সঙ্গে আয়া এবং তাঁর কোলে থাকা বাচ্চা ছেলে নজর কাড়ে সকলের।
6/11
![তাতেই জল্পনা শুরু হয় যে, এ বার ছেলে দত্তক নিয়েছেন সুস্মিতা। রাতারাতি ছেলেটির সঙ্গে সুস্মিতার ছবিতে ছেয়ে যায় নেটদুনিয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/fe5df232cafa4c4e0f1a0294418e5660010f0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাতেই জল্পনা শুরু হয় যে, এ বার ছেলে দত্তক নিয়েছেন সুস্মিতা। রাতারাতি ছেলেটির সঙ্গে সুস্মিতার ছবিতে ছেয়ে যায় নেটদুনিয়া।
7/11
![প্রেমিক রহমান শলের সঙ্গে সম্পর্কে ইতি টেনে, ছেলে দত্তক নিয়ে সুস্মিতা নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, এমন জল্পনাও সামনে আসে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800ece04.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রেমিক রহমান শলের সঙ্গে সম্পর্কে ইতি টেনে, ছেলে দত্তক নিয়ে সুস্মিতা নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, এমন জল্পনাও সামনে আসে।
8/11
![কিন্তু শুক্রবার নেটমাধ্যমে বাচ্চা ছেলেটির সঙ্গে ছবি পোস্ট করে সুস্মিতা জানিয়ে দেন, যাকে নিয়ে এত আলোচনা, সেই খুদে আসলে তাঁর ‘গড সন’ অর্থাৎ পাতানো ছেলে আমেদেউস। গুজব শুনে ছোট্ট ছেলেটিও বেশ আমোদ পেয়েছে বলে মস্করা করতেও দেখা যায় সুস্মিতাকে। ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/e548d8a655136992d441c15188120c708a01b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু শুক্রবার নেটমাধ্যমে বাচ্চা ছেলেটির সঙ্গে ছবি পোস্ট করে সুস্মিতা জানিয়ে দেন, যাকে নিয়ে এত আলোচনা, সেই খুদে আসলে তাঁর ‘গড সন’ অর্থাৎ পাতানো ছেলে আমেদেউস। গুজব শুনে ছোট্ট ছেলেটিও বেশ আমোদ পেয়েছে বলে মস্করা করতেও দেখা যায় সুস্মিতাকে। ।
9/11
![গাড়ির বনেটে বসে থাকা আমেদিউসের সঙ্গে সুস্মিতার ছবিটি ছেলেটির মা শ্রীজয়াই তুলেছেন বলে জানিয়েছেন সুস্মিতা। তবে শ্রীজয়া বান্ধবী নাকি আত্মীয়া, তা নিয়ে কিছু খোলসা করেননি তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/156005c5baf40ff51a327f1c34f2975bf6074.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গাড়ির বনেটে বসে থাকা আমেদিউসের সঙ্গে সুস্মিতার ছবিটি ছেলেটির মা শ্রীজয়াই তুলেছেন বলে জানিয়েছেন সুস্মিতা। তবে শ্রীজয়া বান্ধবী নাকি আত্মীয়া, তা নিয়ে কিছু খোলসা করেননি তিনি।
10/11
![অল্প বয়সে সামাজিক বেড়াজাল ভেঙে বেরিয়ে আসা সুস্মিতা আপাতত দুই কন্যাকে নিয়েই দিব্যি রয়েছেন। ভাঙা সম্পর্কের ক্ষত সারাতে আর কাউকে তাঁর প্রয়োজন নেই ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/30e62fddc14c05988b44e7c02788e187c1a54.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অল্প বয়সে সামাজিক বেড়াজাল ভেঙে বেরিয়ে আসা সুস্মিতা আপাতত দুই কন্যাকে নিয়েই দিব্যি রয়েছেন। ভাঙা সম্পর্কের ক্ষত সারাতে আর কাউকে তাঁর প্রয়োজন নেই ।
11/11
![রেনে এবং আলিশা, দু’জনেই মা অন্তঃ প্রাণ। ইতিমধ্যেই অভিনয়ে হাতেখড়ি হয়েছে রেনের। আলিশা পড়াশোনা নিয়ে ব্যস্ত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/d0096ec6c83575373e3a21d129ff8fefc1ed7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রেনে এবং আলিশা, দু’জনেই মা অন্তঃ প্রাণ। ইতিমধ্যেই অভিনয়ে হাতেখড়ি হয়েছে রেনের। আলিশা পড়াশোনা নিয়ে ব্যস্ত।
Published at : 13 Jan 2022 10:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)