এক্সপ্লোর
Sushmita Sen Love Life: প্রথম ছবিতেই বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম, বার বার সম্পর্ক ভাঙলেও আপসে নারাজ সুস্মিতা
সুস্মিতা সেন। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

মাত্র ১৯ বছরে মিস ইউনিভার্স হন। ২৩ বছরে দত্তক নেন প্রথম সন্তান। সম্পর্কের ভাঙাগড়াও দেখেছেন বার বার। ৫০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আজও একাকী তিনি। কিন্তু সমাজের চোখরাঙানির ভয়ে নিজের জীবনের সঙ্গে আপসে যেতে নারাজ সুস্মিতা সেন।
2/10

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে সটান শ্যুটিং ফ্লোরে। বয়স তখন সবে ২০। ‘দস্তক’ ছবির সেটেই পরিচালক বিক্রম ভট্টের প্রেমে পড়েন সুস্মিতা। বিক্রম তখন বিবাহিত। যদিও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সুস্মিতা। ‘সুশ’-এর সঙ্গে প্রেম এবং বিবাহিত জীবনে টানাপড়েন নিয়ে পরে ‘আনকহি’ ছবিটি তৈরি করেন বিক্রম।
Published at : 24 Dec 2021 09:37 AM (IST)
আরও দেখুন






















