এক্সপ্লোর
'Bagha Jatin': 'বাঘা যতীন' ছবির টিজার প্রকাশ অনুষ্ঠানে দেব-সৃজা, উপস্থিত পরিচালক অরুণ রায়ও
'Bagha Jatin' Teaser: দেব মানেই কোনও না কোনও নতুন প্রচেষ্টা। কিছুদিন আগেই তাঁকে দর্শক ব্যোমকেশ রূপে দেখেছেন বড়পর্দায়। এবার পুজোয় দর্শকের মনে স্থান করে নিতে আসছেন 'বাঘা যতীন' দেব।

'বাঘা যতীন' টিজার লঞ্চ
1/10

প্রকাশ্যে এল দেবের 'বাঘা যতীন' ছবির প্রথম টিজার। দুর্গাপুজোয় এবার অভিনেতার দেশজুড়ে মেগা রিলিজ এই ছবি।
2/10

এদিন শহরের বুকে হয়ে গেল ছবির টিজার প্রকাশ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সকল কলাকুশলী।
3/10

দেবের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ছবির পরিচালক অরুণ রায়। ছিলেন সুদীপ্তা চক্রবর্তী, সৃজা দত্ত প্রমুখরা।
4/10

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উজ্জ্বল নাম শ্রী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
5/10

যতীন্দ্রনাথের নির্ভীক চেতনা, অটল দৃঢ়তা এবং মাতৃভূমির প্রতি নিঃশর্ত ভালবাসার অসাধারণ কাহিনি বর্ণনা করবে এই সিনেমা।
6/10

যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পরে যিনি বাঘা যতীন নামে পরিচিত হন কারণ তিনি খালি হাতে বাঘের সঙ্গে লড়াই করেছিলেন।
7/10

'যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নিঃসন্দেহে সকলের অনুপ্রেরণা। তিনি তাঁর সাহসিকতা এবং আত্মত্যাগের জন্য প্রতিটি ভারতীয় যুবকের হৃদয়ে এখনও বেঁচে আছেন। দর্শকদের জন্য বাঘা যতীন আমাদের দুর্গা পুজোর উপহার।' বলছেন দেব।
8/10

তিনি আরও বলেন, 'আশা করছি সিনেমাটি দর্শকদের ভাল লাগবে। তার ওপর, এই অনুপ্রেরণামূলক গল্পটি হিন্দিতে উপস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা বাঘা যতীনের গল্পের সাক্ষী হওয়ার জন্য দেশজুড়ে লক্ষ লক্ষ দর্শকদের সামনে দরজা খুলে দেবে।'
9/10

পরিচালক অরুণ রায়ের কথায়, 'গল্পটি ভারতের স্বাধীনতা ও ক্ষমতায়নের জন্য সংগ্রামের নির্দিষ্ট সময়ের গল্পকে ধারণ করে। লেখক সমর্থিত ভূমিকায় দেব, অভিনেতাদের সঙ্গে পর্দায় তাঁদের নিজ নিজ চরিত্রের প্রতি সম্পূর্ণ ন্যায়বিচার করেছেন। আমাদের দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরার পাশাপাশি বিনোদন দেওয়াই ফিল্মটির উদ্দেশ্য।'
10/10

১৯ অক্টোবর বাংলায়, এবং ২০ অক্টোবর হিন্দিতে দেশজুড়ে এই ছবি মুক্তি পাবে।
Published at : 09 Sep 2023 10:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
মালদা
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
