এক্সপ্লোর
Sonu Sood Car: সোনু সুদের একটি গাড়ির দাম ২ কোটি, কিয়ারার গাড়ির দাম ৫৭ লাখ, দেখুন কোন তারকার গ্য়ারাজে কী গাড়ি

ছবি সৌজন্য়: ABP News
1/5

সোনু সুদ, অভিনেতা হওয়ার পাশাপাশি লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি খবরের শিরোনামে এসেছিলেন। জানেন কী, তার একটি অডি কিউ 7 গাড়ি রয়েছে, যার দাম প্রায় ৮০ লক্ষ টাকা। পাশাপাশি তাঁর মার্সেডিজ বেঞ্জের দাম প্রায় ৬০ লাখ। এগুলো ছাড়াও তিনি একটি পোর্শে পানামেরার মালিক, যেটির দাম প্রায় ২ কোটি।
2/5

অভিনেতা টাইগার শ্রফ বিএমডাব্লু ৫ সিরিজের মালিক। এই গাড়িটির দাম প্রায় ৫০ লাখ।
3/5

অভিনেত্রী কিয়ারা আডবানি মার্সিডিজ-বেঞ্জ ই-ক্লাস E220D-এর মালিক, যার দাম ৫৭ লাখেরও বেশি।
4/5

রণবীর কাপুর ২০১৩ সালে ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ কিনেছিলেন। তখন এই গাড়ির দাম ছিল ১.৬ কোটি। সূত্রের খবর, রণবীর কাপুরের একটি অডি আর 8 এবং অডি এ 8 এলও রয়েছে।
5/5

বলিউডের প্লেয়ার অক্ষয় কুমারও দামি গাড়ির খুব পছন্দ। তাঁর পোর্শে কেইন এবং মার্সিডিজ-বেঞ্জ ভি-ক্লাস রয়েছে। এই দুটি গাড়ি ছাড়াও অক্ষয় রোলস রয়েস ফ্যান্টমেরও মালিক, যার দাম ৯.৫০ কোটি টাকা।
Published at : 04 Apr 2021 08:28 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
