এক্সপ্লোর
Sonu Sood Car: সোনু সুদের একটি গাড়ির দাম ২ কোটি, কিয়ারার গাড়ির দাম ৫৭ লাখ, দেখুন কোন তারকার গ্য়ারাজে কী গাড়ি
ছবি সৌজন্য়: ABP News
1/5

সোনু সুদ, অভিনেতা হওয়ার পাশাপাশি লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি খবরের শিরোনামে এসেছিলেন। জানেন কী, তার একটি অডি কিউ 7 গাড়ি রয়েছে, যার দাম প্রায় ৮০ লক্ষ টাকা। পাশাপাশি তাঁর মার্সেডিজ বেঞ্জের দাম প্রায় ৬০ লাখ। এগুলো ছাড়াও তিনি একটি পোর্শে পানামেরার মালিক, যেটির দাম প্রায় ২ কোটি।
2/5

অভিনেতা টাইগার শ্রফ বিএমডাব্লু ৫ সিরিজের মালিক। এই গাড়িটির দাম প্রায় ৫০ লাখ।
Published at : 04 Apr 2021 08:28 PM (IST)
আরও দেখুন






















